খুদে সদস্য এল ঘর আলো করে। মিষ্টি সদস্যকে পেয়ে বেশ আপ্লুত পরিবারের কর্তা।
টলিউড সুপারস্টার প্রসেনজিত চ্যাটার্জির ঘরময় আলো করে নতুন বছরে এল নতুন অতিথি। কিন্তু কে সেই নতুন অতিথি? সব জল্পনার অব্সান করতে অভিনেতা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সবকিছুর খোলসা করলেন।
সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটি ভিডিও আপলোড করেছেন টলিউড সুপারস্টার। যেখানে তাঁকে দেখা যাচ্ছে, ছোট্ট সারমেয় ছানাকে নিয়ে বেশ খোশমেজাজে খেলছেন। ভিডিও থেকেই বেশ বোঝা যাচ্ছে তিনি কতটা পশুপ্রেমী।
অভিনেতার বাড়িতে একটি পোষ্য আগে থেকেই ছিল। নতুন বছরে আরও এক নতুন খুদে পোষ্যকে নিয়ে এসেছেন। পরিবারের নতুন এই সদস্যের নাম দেওয়া হয়েছে ব়্যাম্বো।
এই মিষ্টি সদস্যের সঙ্গে পরিচয় করানোর জন্য ভিডিওর ব্যকগ্রাউন্ডে ‘তেরে জ্যায়সা ইয়ার কাহা’ গানটি ব্যবহার করা হয়েছে।
অভিনেতার এই ভিডিও দেখে টলিপাড়া থেকে নেটমহল খুদে সদস্যকে আশীর্বাদ ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
ভিডিও সৌজন্যে- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।