সম্প্রতি বসিরহাট কলেজে ছিল নবীন বরণ উৎসব। সেই মঞ্চে ভিন্ন মেজাজে ধরা দিলেন ওই এলাকার সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান।
শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ইউনিয়নের উদ্যোগে বসিরহাটের প্রান্তিক মাাঠে বসিরহাট কলেজের নবীনবরণ উৎসবের আয়োজন করা হয়। সেখানে শিল্পীর আসনে আহ্বান জানানো হয় মিকা সিং-কে। তিনি মঞ্চে গান গাওয়ার সময় নিজেই মঞ্চে ডেকে নেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে।
তারপরে সঙ্গীতশিল্পীর অনুরোধেই মঞ্চে আসেন তিনি। পা মেলান নাচের তালেও। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ভিডিও শেয়ার করে নিয়েছেন নুসরত। মিকার গলায় “ম্যাড, আই অ্যাম ম্যাড বেবি, তোর প্রেমে ম্যাড”-এ পা মেলান নুসরত।
মিকা বলেন, ‘এত ফিট এমপি (সাংসদ) তিনি নাকি প্রথম দেখছেন।’
সত্যিই তাই। রাজনীতি ও খুদে ছেলে, অভিনয় সব সামলেও ফিটনেসের দিকে কড়া নজর দেন নুসরত। মা হওয়ার পরে ম্যাজিকের মতোই মেদ ঝরিয়ে ফেলেছেন তিনি। কড়া ডায়েট আর শরীরচর্চার মধ্যে থাকেন তিনি।
নুসরত ও মিকার যুগলবন্দী পারফরমেন্স দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
আপাতত নতুন কাজে হাত দিয়েছেন নুসরত। ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। দেবরাজ সিংহের পরিচালনায় তৈরি হচ্ছে নতুন ছবি ‘শিকার’। শুধু তাঁরা নন, এই ছবিতে দেখা যাবে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত-ও।
ছবি ও ভিডিও – ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

