সিঙ্গুরে জমি আন্দোলন, তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরণ অনশন এখনও বাংলার মানুষের স্মৃতিতে টাটকা ।
এই বাস্তব চিত্র এইবার উঠে আসবে সিনেমার পর্দায়। পরিচালক উজ্জ্বল মিত্রের পরিচালনায় নতুন ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি শুটিং ফ্লোর থেকে নিজের লুক শেয়ার করেছেন কণীনিকা।
পরনে সাদা শাড়ি, মুখে খুব হালকা মেকআপ। রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্পের উপর তৈরি এই ছবি। ছবিতে অভিনয় করছেন তৃণমূল সাংসদ শান্তনু সেনও। সেখানে পুলিশের ডিজিপি-র ভূমিকায় দেখা যাবে তাঁকে। সিঙ্গুর আন্দোলন থেকে ‘কন্য়াশ্রী’ প্রকল্প, সবটাই উঠে এসেছে ছবিতে। ছবির শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ছবিতে কনীনিকার চরিত্রের নাম মায়া চট্টোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করার প্রসঙ্গে কনীনিকা বলেন, ‘শ্যুটিং চলছে। আমি পুরোপুরি কপি করছি, এমন নয়। এমন একটি ভূমিকা, যাকে পুরোপুরি কপি করাও সম্ভব নয়।’
সবকিছু ঠিক থাকলে, এই ছবির মুক্তির তারিখ ঠিক করা হয়েছে চলতি বছরের এপ্রিল মাসের ২৩ তারিখ।
ছবি- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।