Homeবিনোদনসঞ্জয় লীলা বানসালীর পরিচালনায় তৈরি হবে ‘ইনশাআল্লাহ’, ছবির মুখ্য ভূমিকায় কারা থাকবে?

সঞ্জয় লীলা বানসালীর পরিচালনায় তৈরি হবে ‘ইনশাআল্লাহ’, ছবির মুখ্য ভূমিকায় কারা থাকবে?

পরিচালকের সঙ্গে সামান্য মতপার্থক্য। আর তাতেই অভিনয় ছেড়ে বেরিয়ে যান বলিউড সুপারস্টার সালমান খান। আর সেই থেকেই বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ছবি ‘ইনশাআল্লাহ’।

প্রকাশিত

পরিচালকের সঙ্গে সামান্য মতপার্থক্য। আর তাতেই অভিনয় ছেড়ে বেরিয়ে যান বলিউড সুপারস্টার সালমান খান। আর সেই থেকেই বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ছবি ‘ইনশাআল্লাহ’।

তবে বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, খুব শীঘ্রই দর্শকের সামনে এই ছবি নিয়ে হাজির হবেন পরিচালক।

২০১৯ সালের মাঝামাঝি সময়ে ঘোষণা হয়েছিল ‘ইনশাআল্লাহ’ ছবির। ছবিতে জুটি হিসেবে একে অপরের বিপরীতে কাজ করার কথা ছিল সালমান খান ও আলিয়া ভাটের। শুধু তাই নয়, এই ছবিতেই সঞ্জয় লীলা বানসালির সঙ্গে প্রথম কাজ করার কথা আলিয়া ভাটের। 

পড়ুন: পাপারাৎজিদের ক্যামেরায় ফুটে উঠল সালমানের নতুন লুক, কেন আঁতকে উঠল নেটবাসী?

শোনা যাচ্ছে, তৈরি হবে ইনশাআল্লাহ। ছবিটি তৈরি করা নিয়ে বানসালি প্রোডাকশন হাউসের সিইও প্রেরণা সিং বলেন, এটি একটি খুব ভালো গল্প। যদি কল আসে, তবে কাজটি হবে। 

সঞ্জয় লীলা বনসালি মানেই নতুন চমক। বরাবরই দর্শকদের জন্য নয়া চমক নিয়ে আসেন তিনি। বাজিরাও মস্তানি, পদ্মাবত থেকে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি-র মতো একাধিক ছবি দর্শদের উপহার দিয়েছেন। এইদিকে অনেকদিন ধরে শোনা যাচ্ছে, হীরামন্ডি ছবিতে চমক দিতে চলেছেন পরিচালক। এরপরই তৈরি হতে পারে ইনশাআল্লাহ। তবে বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ছবির কাজ। সূত্রের খবর, ইতিমধ্যেই ছবি নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে ফেলেছেন পরিচালক। নব্বই দশকের এক অভিনেতাকেই দেখা যাবে মুখ্য চরিত্রে। ইতিমধ্যেই নাকি তিন সুপারস্টারের কাছে পৌঁছে গেছেন  পরিচালক। কবে এই ছবির কাজ শুরু হবে এখন সেইদিকেই তাকিয়ে সিনেপ্রেমীরা।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

‘মন্নত’-এ বেআইনি সংস্কারের অভিযোগ, প্রশাসনিক হানায় বিপাকে শাহরুখ খান!

বেআইনি সংস্কারের অভিযোগে শাহরুখ খানের বাংলো ‘মন্নত’-এ হানা দিল বন দফতর ও BMC। অভিযোগ অস্বীকার করল অভিনেতার পক্ষ। চলছে তদন্ত।

প্রয়াত পরিচালক পার্থ ঘোষ, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে মৃত্যু, বয়স হয়েছিল ৭৫

প্রয়াত পরিচালক পার্থ ঘোষ। মুম্বইয়ের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। 'অগ্নিসাক্ষী', 'গুলাম এ মুস্তাফা'র মতো ছবির পরিচালক ছিলেন তিনি।

তিন মাসে ৯ কেজি ওজন কমালেন তামিল জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা, জানালেন রূপান্তরের রহস্য

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা তিন মাসে ৯ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন ভক্তদের। পেশাদার সহায়তা, পুষ্টি, গাট হেলথ ও স্ট্রেংথ ট্রেনিংয়ের সমন্বয়ে মিলল ফল।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে