বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘বিবাহ অভিযান’- মুক্তি পেয়েছিল বড়পর্দায়। ২০২২ এ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে আসছে ‘বিবাহ অভিযান’-এর সিক্যুয়াল।
সব জল্পনার অবসান ঘটিয়ে এসভিএফ প্রযোজিত এই ছবির দ্বিতীয় সিজন আসতে চলেছে দীর্ঘ তিন বছর পর। যার নাম ‘আবার বিবাহ অভিযান’।
রবিবার অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এলো ‘আবার বিবাহ অভিযান’-এর প্রোমো ও পোস্টার। ছবিটি পরিচালনা করছেন সৌমিক হালদার। এই ছবিটি চলতি বছরে ৮ জুন মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। রবিবার আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ এবং প্রথম পোস্টার প্রকাশ করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
‘আবার বিবাহ অভিযান’-এ মুখ্য ভূমিকায় থাকছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, নুসরাত ফারিয়া, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য এবং প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে থাকবেন সৌরভ দাসও। বিরষা দাশগুপ্ত পরিচালিত ‘বিবাহ অভিযান’-এ দেখা গিয়েছিল বউদের চোখে ধুলো দিয়ে পালিয়ে ছিল রজত আর অনুপম। ওদের ঘটনাচক্রে দেখা হয়েছিল গণশার সঙ্গে। শেষে আবার ধরাও পড়ে যায় বউদের হাতে।
এইবারের অভিযান তাইল্যান্ড। বউয়ের চোখ ফাঁকি দিয়ে এইবার তাইল্যান্ডের উদ্দেশ্যে অভিযান শুরু তাদের। রবিবারের দুপুরে প্রোমো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।