বড়পর্দায় গোয়েন্দারাজ চলছে কয়েক বছর ধরেই। ব্যোমকেশ, ফেলুদা, শবরের ভিড়ে পর্দায় মহিলা গোয়েন্দা চরিত্রের অভাব খানিকটা হলেও ঘুচিয়েছিল মিতিন মাসি। অরিন্দম শিলের হাত ধরে এই পুজোয় আবারও পর্দায় মিতিন। এইবার প্রকাশ্যে জঙ্গলে মিতিন মাসির ট্রেলার।
গম্ভীর লুকে অ্যাকশনে অভিনেত্রী কোয়েল মল্লিক। কোথায় থামতে হবে না জানলে কলার ধরে কীভাবে থামাতে হয় , তাও বেশ জানেন মিতিন মাসি। জঙ্গলের শত্রুরা নিস্তার পাবে না মিতিন থাকতে। জঙ্গলে মিতিন মাসির ট্রেলারে এমনই ইঙ্গিত মিলল।
অরিন্দম শীল পরিচালিত ছবিতে দুরন্ত অ্যাকশনের মেজাজে অভিনেত্রী। থ্রিলার ছবি তৈরিতে অরিন্দম শীলের জুড়ি মেলা ভার। সুচিত্রা ভট্টাচার্যর ‘হাতে মাত্র তিন দিন’ গল্প অবলম্বনে তৈরি হয়েছিল ‘মিতিন মাসি’। সে ছবিতে প্রথমবার প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায় হিসেবে দেখা গিয়েছিল কোয়েলকে।
পড়ুন: ফের একফ্রেমে ধরা দিল মালাইকা ও অর্জুন, কী বক্তব্য নেটিজেনদের
এইবার ‘সারান্ডায় শয়তান’ থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ‘জঙ্গলে মিতিন মাসি’। এর আগে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে-তে চিড়িয়াখানায় ছবির পোস্টার প্রকাশ করা হয়েছিল। কোয়েল ছাড়াও এই ছবিতে রয়েছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, কমলিকা বন্দ্যোপাধ্যায়, সামিউল আলম, অরিজিৎ দত্ত, পায়েল রায় প্রমুখ। সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন বিক্রম ঘোষ।
২০১৯-এর পুজোয় মুক্তি পেয়েছিল মিতিন মাসি সিরিজের প্রথম ছবি। সুচিত্রা ভট্টাচার্যের ‘সারান্ডায় শয়তান’ নিয়েই ছবির গল্প, ছবির নাম ‘জঙ্গলে মিতিন মাসি’। ক্যামেলিয়া এন্টারটেইনমেন্টের হাত ধরে আসছে ছবি।
২০ অক্টোবর পড়ছে ষষ্ঠী। ঠিক তার মুখেই আসছে পুজোর ছবি। এখনও পর্যন্ত চারটি বাংলা ছবির পুজো-রিলিজ চূড়ান্ত হয়েছে। ‘উইন্ডোজ’-এর ‘রক্তবীজ’, দেবের ‘বাঘাযতীন’, সৃজিতের ‘দশম অবতার’-এর পাশাপাশি মুক্তি পাবে ‘জঙ্গলে মিতিন মাসি’। জমজমাট টক্কর। তাতে আত্মবিশ্বাসী পরিচালক অরিন্দম শীল ও নায়িকা কোয়েল মল্লিক। এর আগে দু’জনেই জানিয়েছিলেন, গোয়েন্দা গল্পের পাশাপাশি চোরাশিকারীদের রোখার গল্পও দেখা যাবে ছবিতে।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন