সৌমিতৃষা কুন্ডু মানে সকলের প্রিয় মিঠাই-কে কে না চেনে। তাঁর অভিনয় ও মিষ্টি স্বভাবের জন্য তিনি সকলের প্রিয়। অভিনয়ে আসার আগে তিনি মডেলিং করতেন। একাধিকবার সেরা সিরিয়ালের তকমা পেয়েছে মিঠাই।
২৪ ফেব্রুয়ারি ছিল জন্মদিন টেলিভিশন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর। সহ-অভিনেতা, কাছের বন্ধু-বান্ধব থেকে শুরু করে ফ্যানেরা সকলেই ভালোবাসা ও শুভেচ্ছায় ভরাচ্ছেন মিঠাই রানীকে। গত কয়েকদিন ধরেই শ্যুটিং ফ্লোরেই উপহার নিয়ে হাজির হচ্ছিলেন অনুগামীরা। এদিকে জন্মদিন উপলক্ষে শ্যুটিং থেকে বিরতি নিয়ে ভ্যাকশনে গিয়েছেন অভিনেত্রী। কিন্তু কোথায় বেড়াতে গেলেন জন্মদিনে। সেই প্রশ্নের উত্তর জানতে ভক্তরা উদগ্রীব হয়ে রয়েছে।
ব্রজভুমিতে কৃষ্ণসাজে সৌমিতৃষা। মাথায় হলুদ তিলক, ময়ুরের পালক। অভিনেত্রী তাঁর কাছের কৃষ্ণর কাছেই গিয়েছেন। প্রেম অর্থ কৃষ্ণপ্রেম। পর্দার মতো বাস্তবেও গোপালের ভক্ত সৌমিতৃষা। জীবনের বিশেষ সময় উদযাপন করতে মিঠাই গিয়েছেন বৃন্দাবনে। হলুদ পোশাকে অভিনেত্রীকে মায়াবি বলছেন তাঁর ভক্তরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন তিনি। জানিয়েছিলেন, এই জন্মদিনে নিজেকে আরও একবার খুঁজে পাওয়ার চেষ্টা করবেন তিনি।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।