প্রাক্তন প্রেমিককে কঙ্কণা কেন বললেন? ‘ও একেবারেই অভিনয় করতে পারে না!’

0

প্রতিবাদী নারী! অন্যায় দেখলে মুখ বন্ধ করে থাকার মানুষ তিনি নন। প্রতিবাদ করা যেন তার রক্ত। আর তার এই প্রতিবাদী স্বরূপ মনোভাবের জন্য তাঁকে হেনস্থার স্বীকার হতে হয় প্রতিনিয়ত।

কিন্তু আবার কী হল? হঠাত কঙ্কণা রানাউত কেন বললেন ঋত্বিক রোশন অভিনয়টা ঠিকঠাক ভাবে করতে পারেন না।

পুরনো প্রেমকে ভোলা যে খুব কঠিন। আর সেই প্রেমিক যদি হন ঋত্বিক রোশন তাহলে তো মানসিক চাপটা আরও বেশি। সেই কারণেই সুযোগ পেলে ঋত্বিকের প্রসঙ্গ টেনে আনেন কঙ্গনা।

সোমবার অভিনেত্রীর একটি টুইট করেন তার টুইটারে। আর সেখানেই এক নেটিজেন কঙ্গনাকে প্রশ্ন করলেন, হৃতিক রোশন না কি দলজিৎ দোসাঞ্জ, আপনার প্রিয় অভিনেতা কে? প্রশ্নের উত্তর এড়িয়ে না গিয়ে তিনি লেখেন, ‘‘এক জন ভাল অ্যকশন করেন, অন্য জন ভাল গান লেখেন, দু’জনের কাউকেই অভিনয় করতে কখনও দেখিনি। আপনারা কেউ দেখতে পেলে জানাবেন আমাকে।‘’

তার এই টুইট কে ঘিরে বিভিন্ন রকমের মন্তব্য শুরু হয় নেটমহলে। অনেকেই মনে করছেন, কঙ্গনা হয়তো রসিকতা করেছেন। অনেকে আবার দাবি পুরনো রাগ থেকেই এমনটা বলেছেন তিনি। তবে এইসব নিয়ে আর বেশি কিছু বলতে দেখা যায়নি কঙ্গনাকে। টুইটারে নেটিজেনদের নানা আবদার মেটাতেই ব্যস্ত ছিলেন বলিউডের কুইন।

ছবি- টুইটার।

বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।

বিজ্ঞাপন