Homeবিনোদনমাচা অনুষ্ঠানে টেলি অভিনেত্রী রুকমা চরম হেনস্থার স্বীকার, কী জানালেন রুকমা?

মাচা অনুষ্ঠানে টেলি অভিনেত্রী রুকমা চরম হেনস্থার স্বীকার, কী জানালেন রুকমা?

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

টেলিভিশনের জনপ্রিয় নাম মাম্পি ওরফে রুকমা রায়, দেশের মাটি ধারাবাহিকে সৌজন্যেই তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। অভিনয়ের সাথে গানেও বেশ তুখোড় অভিনেত্রী রুকমা রায়।

প্রায়শই নিজের সোশ্যাল মিডিয়ায় আনন্দে গুনগুন করে গান গেয়েই থাকেন। মাচা অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় তিনি শো করে থাকেন। কিন্তু এইবার হাজারো দর্শকের মাঝে স্টেজ শো করতে গিয়ে চরম হেনস্থার স্বীকার হয়েছেন অভিনেত্রী।

হুগলির খনাকুলে পুজো উপলক্ষে অনুষ্ঠান করতে গিয়েছিলেন অভিনেত্রী। যথারীতি, তাঁকে সামনে দেখে সেলফি তোলার অনুরোধ আসে। অভিনেত্রী অনুরাগীদের কথা রাখতে ছবিও তোলেন। ছবি তোলা নিয়েই বিবাদ, অন্যতম আয়োজকদের মধ্যে একজন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। স্টেজ থেকে নেমে যেতে বাধ্য হন রুকমা।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের থেকে না কি অনেক দেরিতে হাজির হয়েছিলেন রুকমা। তার ওপর, সকলের সঙ্গে সেলফি তুলে সময় নষ্ট করছিলেন। সেই কারণেই তাঁর ওপর ক্ষেপে যান আয়োজকরা। এবং তাঁকে স্টেজ থেকে নেমে যেতে বলেন।

অভিনেত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন, রাস্তায় যানজটের কারণে সামান্য দেরি হয়েছিল তাঁর। অনুষ্ঠানে পৌঁছাতে পৌঁছাতে রাত ১১টা বেজে যায়। তাঁর কথায়, ‘যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেই রাস্তা এতটাই সরু ছিল যে বলার কথা নয়। অনেক আগেই নেমে যেতে হয় গন্তব্যের আগে। তাঁর থেকেও বড় কথা, আমায় হেঁটে বাইকের পেছনে বসে যাওয়ার কথা বলায় আমি রাজি হইনি। তাতেও অনেকটা সময় নষ্ট হয়। মঞ্চে ওঠার পর, সংবর্ধনা অনুষ্ঠান, গান এসব মিটিয়ে সেলফি তোলার অনুরোধ কম ছিল না। অনেকগুলো সেলফি তুলতে তুলতেই ক্ষেপে ওঠেন আয়োজক। চিৎকার করে বলতে থাকেন, বিজ্ঞাপনের জন্য আপনাকে আনা হয় নি। অনুষ্ঠান করলে করুন নয়তো মঞ্চ নেমে যান।‘

রুকমার কথায়, ‘উনি (রাজু সামন্ত) জানিয়েছেন, রাগের মাথায় ওই কাজ করেছেন। রাগ হলে যা ইচ্ছে করা যায় না কি? যে কোনও ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করা যায়? রাগের মাথায় তো তাহলে খুনও করে ফেলবেন। রাজু সামন্ত নামের ব্যক্তি তাঁকে ফোন করে ক্ষমা চেয়েছেন।‘

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

মেয়াদ পেরিয়ে তিনবছরেও টাকা তোলেননি? ফ্রিজ করা হবে ডাকঘরের সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্ট

ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে ম্যাচুরিটির তিনবছর পরও টাকা না তোললে ফ্রিজ হবে অ্যাকাউন্ট। বছরে দু’বার এই প্রক্রিয়া চালু করবে ডাকবিভাগ।

ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় রেল চালু করল অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পাশাপাশি বদলানো হল একটি পুরনো ট্রেনের সময়ও। জেনে নিন বিস্তারিত সময়সূচি।

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

আরও পড়ুন

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলি, দায় স্বীকার খালিস্তানি জঙ্গীর

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে হামলা চালাল খালিস্তানি জঙ্গি। অভিনেতার কোনও মন্তব্যকে কেন্দ্র করেই এই ‘সতর্কবার্তা’। এখনও পর্যন্ত কপিলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আলিয়ার ভরসা নিয়ে বিশ্বাসঘাতকতা! ৭৬ লক্ষ টাকার জালিয়াতিতে গ্রেফতার প্রাক্তন ব্যক্তিগত সহকারী, কে এই বেদিকা?

৭৬ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগে আলিয়া ভাটের প্রাক্তন সহকারী বেদিকা প্রকাশ শেট্টিকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল জুহু পুলিশ। তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে।