২৮ মে বিনায়ক দামোদর সাভরকরের ১৪০ তম জন্মবার্ষিকী। তাই এই বিশেষ দিনে দামোদর সাভরকরকে শ্রদ্ধা জানিয়ে প্রকাশ্যে এল ‘স্বতন্ত্র বীর সাভারকর’ এর টিজার।
‘স্বতন্ত্র বীর সাভারকর’ সিনেমার নির্মাতারা রণদীপ হুডার ফার্স্ট লুক সামনে এসেছিল আগেই। রণদীপ হুডা এই সিনেমায় বিনায়ক দামোদর সাভারকরের চরিত্রে অভিনয় করেছেন। পোস্টারে লেখা হয়েছে, ‘হিন্দুত্ব ধর্ম নয়, ইতিহাস’।
প্রসঙ্গত, একের পর এক বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে। তারকা থেকে ক্রীড়াবিদ, এমনকি বারবণিতায় ‘গাঙ্গুবাঈ’ এরও বায়োপিক তৈরি হয়েছে হিন্দি ইন্ডাস্ট্রিতে।
এইবার বায়োপিকে জায়গা করে নিলেন স্বতন্ত্র বীর বিনায়ক দামোদর সাভারকর। বিপ্লবীর জীবনকাহিনি পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন অভিনেতা রণদীপ হুডা।
নির্মাতা সন্দীপ সিং এই পোস্টার শেয়ার করে লেখেন, ‘এমন এক সময়ে যখন হর্ষদ মেহতা, বিজয় মালিয়া এবং ললিত মোদীর ছবি ট্রেন্ডিং, আমি বেশি উৎসাহিত বীর সাভারকরের জীবনী বর্ণনা করার জন্য। তিনি ছিলেন ভারতের প্রথম গতিশীল নায়ক এবং একমাত্র ব্যক্তি যিনি ১৯৪৭ সালে দেশভাগকে রক্ষা করতে পারতেন।’ পরিচালক জানিয়েছেন যে তিনি ভারতীয় হিসাবে গোটা বিশ্বকে সাভারকরের লড়াই নিয়ে বলতে চান। তাঁর মতে, স্বাধীনতার জন্য সাভারকরের সাহসী লড়াই, তাঁর নির্ভীক ব্যক্তিত্ব যা ব্রিটিশদের ভয় দেখিয়েছিল এবং তাঁর শেষ নিঃশ্বাস পর্যন্ত হিন্দুত্বের প্রতি তাঁর প্রতিশ্রুতি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।
‘স্বতন্ত্র বীর সাভারকর’ টিজারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বয়ং রণদীপ হুডা। স্বাধীনতা সংগ্রামী দামোদর বীর সাভারকরের বায়োপিক ঘিরে গত বছর থেকেই জল্পনা শুরু হয়েছিল বলিপাড়ায়। জেলের মধ্যে সাভারকরের পায়চারির দৃশ্য দিয়ে শুরু হয়েছে টিজার। ১ মিনিট ১৩ সেকেন্ডের টিজারে সাভারকরের চরিত্রে রণদীপ হুডার লুক অনুরাগীদের নজর কেড়েছেন।
ছবিটি প্রযোজনা করেছে আনন্দ পন্ডিত মোশন পিকচার্স,অবাক ফিল্মস এবং রণদীপ হুদা ফিল্মস লিজেন্ড স্টুডিও। ছবির শ্যুটিং প্রায় শেষ। চলতি বছরই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের বায়োপিক ‘স্বতন্ত্র বীর সাভারকর’।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন