উর্ফি জাভেদ। বলিউডে এই নাম এখন সকলের মুখে মুখে ঘোরে। ছোট পর্দায় অভিনয় করেছেন উর্ফি। এছাড়াও বিগবসের ঘরে লড়াকু প্রতিযোগী ছিলেন তিনি। তবে এই সব কিছুর থেকে বেশি নজর কাড়ে উর্ফির পোশাক। প্রায় প্রতিদিন নানা রকম পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। আর সেই পোশাক নিয়ে হয় তুমুল চর্চা। কখনও দেখা যায় বুকে সামান্য একটা সুতো আটকে, খোলা শরীরে রাস্তায় বা শপিংমলে কিংবা বিমানবন্দরে ঘুরছেন নায়িকা।
পড়ুন: ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে মিমি, সিরিজ পরিচালনায় চন্দ্রাশিস রায়
তাঁকে এইসব পোশাকে দেখতে পেলেই ভিড় জমান পাপারাৎজিরা। সাধারণ মানুষও ছুটে আসেন। মোট কথা উর্ফি জানেন কীভাবে খবরে থাকতে হয়।
সে যাই হোক, সবুজ রঙের পিঠখোলা পোশাক পরে বিমানবন্দরে গেছিলেন উর্ফি এবং তাতে বক্ষযুগলের কিছু অংশ দেখা যাচ্ছিল। তা দেখেই ওই ব্যক্তি শাসন করতে যান। আর তাতেই ঘটে বিপত্তি।
বৃদ্ধ উর্ফিকে বলেন, ‘এই ধরনের পোশাকে তুমি দেশের সম্মানহানি করছ।’ এই কথা শুনেই মেজাজ হারান উর্ফি। বৃদ্ধকে চিৎকার করে বলতে থাকেন ‘তোমার বাপের কী?’ পরিস্থিতি বেগতিক দেখে উর্ফির সঙ্গে থাকা এক মহিলা তাঁকে টানতে টানতে দূরে নিয়ে যান।
তবে সম্প্রতি তিনি যা করলেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন