পুরো বিশ্ব তছনছ হয়ে গেলেও, ফ্যাশন সেনসেশন উর্ফি জাভেদের উদ্ভট ফ্যাশনের শেষ হবেনা। বিগত বছর ধরেই নিজের পুরনো ফেলে দেওয়া পোশাক, কাটছাট করে তৈরি করে ফেলেন আজব আজব পোশাক। তারপর থেকেই ভাইরাল উর্ফি জাভেদ।
কিন্তু এইসব উদ্ভট পোশাক পড়ে এইবার তিনি নিজেই পড়লেন বিপাকে।
সম্প্রতি উর্ফি তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, ‘ইভনিং গাউনের পাশগুলো এমনভাবে তার দিয়ে তৈরি যে, তারের চাপে উর্ফির ত্বক ফুলে গিয়েছে। সেই ছবি পোস্ট করে উর্ফি লিখেছেন, ‘ব্যথা হলেও এই পোশাক পরে মজা পেয়েছি।’
কখনও দড়ি দিয়ে, আবার কখনও সেপ্টিপিন দিয়ে, আবার কখনও ব্লেড দিয়ে আবার কখনও ক্যান্ডি দিয়ে আবার কখনও গোলাপে মুড়ে, আবার কখনও পায়ের মোজা দিয়ে বা বস্তা কেটে পোশাক বানিয়ে নেটপাড়ার ঘুম ওড়াচ্ছেন উর্ফি প্রতিনিয়ত।
তাঁর রূপ এবং উদ্ভট পোশাক দেখে নেটপাড়া ক্লিনবোল্ড। কখনও স্কার্ট বানিয়ে, কখনও জিন্সের ওপরে বিকিনি ব্রা বানিয়ে খোলা রাস্তায় ঘুরে বেড়াতে একেবারেই দ্বিধাবোধ করেন না উর্ফি।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন