উর্ফি জাভেদ তার অভিনব স্টাইল এবং আড়ম্বরপূর্ণ পোশাক দিয়ে ভক্তদের পাগল করে তোলেন সবসময়।
সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে উরফি জাভেদের নতুন ভিডিও। যেখানে তাঁকে দেখা গিয়েছে সাদা রঙের আজব পোশাকে হোলি খেলতে ব্যস্ত তিনি। পোশাকটি ঠিক কী ধরনের তা নিয়ে ধন্দে নেটিজেনরা। তবে এসব পাত্তা নেই উরফির। বরং খোলামেলা পোশাকে হোলি খেলেই অনুরাগীদের শুভেচ্ছা জানালেন সুন্দরী।
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উর্ফি। পরে ‘বিগ বস ওটিটি’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেইসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সবসময় নানা ছবি ও ভিডিও আপলোড করেন উর্ফি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।
ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।