বলিউডের আলোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা। বছরের বেশির ভাগ সময়ই থাকেন খবরের শিরোনামে। হঠাৎ তাঁর কী হল। সোনার মাস্ক পরে এইবার আলোচনা-সমালোচনায় উর্বশী।
শুক্রবার আজব পোশাকে মুম্বইয়ের রাস্তায় হাঁটতে দেখা যায় উর্বশীকে । তাঁর মুখে ছিল ২৪কে গোল্ডের ফেস মাস্ক। এর সঙ্গে সানগ্লাস টিমআপ করেছিলেন তিনি। পরনে ছিল সবুজ রঙের প্রিন্টেড কো-অর্ড নাইট স্যুট। পায়ে ছিল সাদা লোফার শু। চুল ভেজা থাকায় তা খুলে রেখেছিলেন অভিনেত্রী।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির পোশাকেই রাস্তায় বেরিয়ে পড়েছেন তিনি। হাতে ছিল মোবাইল ফোন। পাপারাৎজিদের দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন তিনি।
তাঁর এই বিলাসিতা দেখে সামলোচনার তীরে তাঁকে বিদ্ধ করেছেন নেটিজেনরা। তাঁর পোস্টে কেউ হাসির ইমোজি ব্যবহার করেছেন, কেউ লিখেছেন হাস্যকর লাগছে। তবে এরপরও এই নিয়ে কোনও মন্তব্য করেননি উর্বশী।
উর্বশী রাউতেলেরা সঙ্গে কি সত্যিই কোনও সম্পর্ক ছিল ঋষভ পন্থের। এই প্রশ্ন অনেকের মনেই হয়তো রয়েছে। উর্বশী অবশ্য বারবার দাবি করেছেন, পন্থ তাঁর প্রাক্তন প্রেমিক।
তবে ঋষভ পন্থ বর্তমানে ইশা নেগির সাথে সম্পর্কে রয়েছেন। ইশা দেরাদুনে থাকেন এবং তিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার। ইশা নেগি ইনস্টাগ্রামে বেশ সক্রিয়।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন