Homeবিনোদনউস্তাদ জাকির হুসেন গুরুতর অসুস্থ, সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি

উস্তাদ জাকির হুসেন গুরুতর অসুস্থ, সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি

প্রকাশিত

বিশ্ববিখ্যাত তবলাবাদক উস্তাদ জাকির হুসেনের কলকাতায় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। তবে শারীরিক অসুস্থতার কারণে সেই অনুষ্ঠান বাতিল করতে হয়। রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি গুরুতর অসুস্থ।

উস্তাদ জাকির হুসেনের পরিবার একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, “তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা উস্তাদ আল্লা রাখার পুত্র উস্তাদ জাকির হুসেন গুরুতর অসুস্থ। তিনি সান ফ্রান্সিসকোর হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের তরফে তাঁর দ্রুত আরোগ্যের জন্য সকল অনুরাগীদের কাছে প্রার্থনার অনুরোধ করা হচ্ছে।”

১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম উস্তাদ জাকির হুসেনের। মাত্র তিন বছর বয়সে তবলা শেখার যাত্রা শুরু করেছিলেন তিনি। সাত বছর বয়সে প্রথম একক মঞ্চে তবলা পরিবেশন করেন। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানপ্রাপ্ত এই শিল্পী সঙ্গীত জগতে তাঁর অসামান্য অবদানের জন্য বিশ্বজোড়া পরিচিত।

২০২৪ সালে তাঁর নেতৃত্বে ভারত প্রথম গ্র্যামি পুরস্কার জিতে নেয়। ‘বেস্ট গ্লোবাল মিউজ়িক অ্যালবাম’ বিভাগে ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র অ্যালবাম ‘দিস মোমেন্ট’ পুরস্কৃত হয়। বর্তমানে ‘শক্তি’ ব্যান্ডের মূল কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন। তবলায় রয়েছেন জাকির হুসেন, বেহালায় গণেশ রাজাগোপালন, গিটারে জন ম্যাকলকলিন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ।

২০২৩ সালের ৩০ জুন মুক্তি পাওয়া ‘দিস মোমেন্ট’ অ্যালবামে রয়েছে মোট আটটি ট্র্যাক। এই অ্যালবাম ভারতীয় সঙ্গীতের আন্তর্জাতিক খ্যাতি বৃদ্ধি করেছে।

তবলাবাদক উস্তাদ জাকির হুসেনের সুস্থতার জন্য তাঁর পরিবারের পাশাপাশি অসংখ্য অনুরাগী প্রার্থনায় মনোনিবেশ করেছেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য সারা বিশ্বে সঙ্গীতপ্রেমীদের মধ্যে উদ্বেগ ও প্রার্থনার ঢেউ উঠেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।