Homeবিনোদনবীর সাভারকরের জীবনী নিয়ে বায়োপিক, মুক্তি পেল ছবির টিজার                               

বীর সাভারকরের জীবনী নিয়ে বায়োপিক, মুক্তি পেল ছবির টিজার                               

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

২৮ মে বিনায়ক দামোদর সাভরকরের ১৪০ তম জন্মবার্ষিকী। তাই এই বিশেষ দিনে দামোদর সাভরকরকে শ্রদ্ধা জানিয়ে প্রকাশ্যে এল ‘স্বতন্ত্র বীর সাভারকর’ এর টিজার।

‘‌স্বতন্ত্র বীর সাভারকর’‌ সিনেমার নির্মাতারা রণদীপ হুডার ফার্স্ট লুক সামনে এসেছিল আগেই। রণদীপ হুডা এই সিনেমায় বিনায়ক দামোদর সাভারকরের চরিত্রে অভিনয় করেছেন। পোস্টারে লেখা হয়েছে, ‘‌হিন্দুত্ব ধর্ম নয়, ইতিহাস’‌।

প্রসঙ্গত, একের পর এক বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে। তারকা থেকে ক্রীড়াবিদ, এমনকি বারবণিতায় ‘গাঙ্গুবাঈ’ এরও বায়োপিক তৈরি হয়েছে হিন্দি ইন্ডাস্ট্রিতে।

এইবার বায়োপিকে জায়গা করে নিলেন স্বতন্ত্র বীর বিনায়ক দামোদর সাভারকর। বিপ্লবীর জীবনকাহিনি পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন অভিনেতা রণদীপ হুডা।

নির্মাতা সন্দীপ সিং এই পোস্টার শেয়ার করে লেখেন, ‘এমন এক সময়ে যখন হর্ষদ মেহতা, বিজয় মালিয়া এবং ললিত মোদীর ছবি ট্রেন্ডিং, আমি বেশি উৎসাহিত বীর সাভারকরের জীবনী বর্ণনা করার জন্য। তিনি ছিলেন ভারতের প্রথম গতিশীল নায়ক এবং একমাত্র ব্যক্তি যিনি ১৯৪৭ সালে দেশভাগকে রক্ষা করতে পারতেন।’‌ পরিচালক জানিয়েছেন যে তিনি ভারতীয় হিসাবে গোটা বিশ্বকে সাভারকরের লড়াই নিয়ে বলতে চান। তাঁর মতে, স্বাধীনতার জন্য সাভারকরের সাহসী লড়াই, তাঁর নির্ভীক ব্যক্তিত্ব যা ব্রিটিশদের ভয় দেখিয়েছিল এবং তাঁর শেষ নিঃশ্বাস পর্যন্ত হিন্দুত্বের প্রতি তাঁর প্রতিশ্রুতি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

‘স্বতন্ত্র বীর সাভারকর’ টিজারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বয়ং রণদীপ হুডা। স্বাধীনতা সংগ্রামী দামোদর বীর সাভারকরের বায়োপিক ঘিরে গত বছর থেকেই জল্পনা শুরু হয়েছিল বলিপাড়ায়। জেলের মধ্যে সাভারকরের পায়চারির দৃশ্য দিয়ে শুরু হয়েছে টিজার। ১ মিনিট ১৩ সেকেন্ডের টিজারে সাভারকরের চরিত্রে রণদীপ হুডার লুক অনুরাগীদের নজর কেড়েছেন।

 ছবিটি প্রযোজনা করেছে আনন্দ পন্ডিত মোশন পিকচার্স,অবাক ফিল্মস এবং রণদীপ হুদা ফিল্মস লিজেন্ড স্টুডিও। ছবির শ্যুটিং প্রায় শেষ। চলতি বছরই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের বায়োপিক ‘স্বতন্ত্র বীর সাভারকর’। 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

সহায় ফাউন্ডেশন আয়োজিত ‘রবীন্দ্রোৎসব’-এ কবির কবিতা, সংগীত ও নাট্যভাবনার অভিনব মেলবন্ধন

অজন্তা চৌধুরী সহায় ফাউন্ডেশনের আয়োজনে ২৯ জুন, সন্ধ্যায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল ‘রবীন্দ্রোৎসব’ শিরোনামে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

ইংল্যান্ড: ২৫১-৪ (জো রুট ৯৯ নট আউট, ওলি পোপ ৪৪, নীতীশ রেড্ডী ২-৪৬) লর্ডস (লন্ডন):...

ডায়াবেটিসে কোষনাশের নেপথ্যে অ্যামিলিন! নতুন তথ্য দিল আইআইটি-র গবেষণা

ডায়াবেটিসে অ্যামিলিন হরমোন কোষে ক্ষতিকর ক্লাম্প তৈরি করে। আইআইটি বোম্বে, কানপুর ও কলকাতার গবেষণায় উঠে এল কোষের গঠন নষ্টের পেছনে নতুন কারণ। গবেষণা প্রকাশিত জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

আরও পড়ুন

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলি, দায় স্বীকার খালিস্তানি জঙ্গীর

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে হামলা চালাল খালিস্তানি জঙ্গি। অভিনেতার কোনও মন্তব্যকে কেন্দ্র করেই এই ‘সতর্কবার্তা’। এখনও পর্যন্ত কপিলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আলিয়ার ভরসা নিয়ে বিশ্বাসঘাতকতা! ৭৬ লক্ষ টাকার জালিয়াতিতে গ্রেফতার প্রাক্তন ব্যক্তিগত সহকারী, কে এই বেদিকা?

৭৬ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগে আলিয়া ভাটের প্রাক্তন সহকারী বেদিকা প্রকাশ শেট্টিকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল জুহু পুলিশ। তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে।

‘মন্নত’-এ বেআইনি সংস্কারের অভিযোগ, প্রশাসনিক হানায় বিপাকে শাহরুখ খান!

বেআইনি সংস্কারের অভিযোগে শাহরুখ খানের বাংলো ‘মন্নত’-এ হানা দিল বন দফতর ও BMC। অভিযোগ অস্বীকার করল অভিনেতার পক্ষ। চলছে তদন্ত।