Home বিনোদন প্রযোজক ও মা-এর সাথে ঝগড়া সারার, কী সিক্রেট ফাঁস করলেন ভিকি?

প্রযোজক ও মা-এর সাথে ঝগড়া সারার, কী সিক্রেট ফাঁস করলেন ভিকি?

রূপোলি পর্দায় এই প্রথমবার জুটি বাঁধলেন সারা আলি খান ও ভিকি কৌশল। ঢোল বাজিয়ে ছবির প্রোমোশন করেন ভিকি । এক মধ্যবিত্ত পরিবারের দম্পতির কাহিনি নিয়ে তৈরি ‘জরা হাটকে জরা বাঁচকে’। ছবিটি যে কমেডি ছবি তা বলার অপেক্ষা রাখে না। তবে এই ছবির প্রচারে গিয়ে ফাঁস হল সারার জীবনের এক অজানা তথ্য।

সম্প্রতি, একটি টক শো-তে এসেছিলেন ভিকি ও সারা। সদ্য মুক্তি পেয়েছে ভিকি ও সারার ছবি ‘জরা হাটকে জরা বাঁচকে’। আর সেই শো-তে এসেই, শ্যুটিংয়ের একটি দিনের কথা তুলে ধরেন ভিকি।

অভিনেতা বলেন, একদিন তিনি হঠাৎ দেখেন, ফোনে মা অমৃতার সঙ্গে খুব চিৎকার চেঁচামেচি করছে সারা। ফোন ছাড়লে ভিকি জানতে চান, কী হয়েছে? সারা তখন রাগ করে জানান, তাঁর মা ভুল করে ১৬০০ টাকার একটি তোয়ালে কিনে ফেলেছিলেন। আর তাতেই না কি সারার এত রাগ।

সারা বলেন, ‘তোয়ালে তো বিনামূল্যেই পাওয়া যায়। আমার ভ্যানিটি ভ্যানে কত তোয়ালে পড়ে থাকে, ওখান থেকে একটা নিয়ে ব্যবহার করে নিলেই তো হয়। কেনার কি প্রয়োজন।’ সমস্যার এই সমাধান শুনে ভিকি হতবাক। ঘাড় নাড়েন শুধু। শো-এর সঞ্চালক কপিল শর্মা বলে ওঠেন, সারা এতই কৃপণ যে সেট থেকেই না কি ডিনার সেরে যান।’

মাত্র ৪০০ টাকার জন্য একবার প্রযোজকের সঙ্গে ঝগড়া-ঝামেলা বাধালেন। সম্প্রতি আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজের মুখেই এইকথা জানালেন অভিনেত্রী ও সাইফ কন্যা সারা আলি খান

আইফা অ্যাওয়ার্ডস-এর জন্য আবু ধাবিতে যাওয়ার আগে প্রযোজক তাঁকে বারবার বলেছিলেন, ওখানে গিয়ে ফোনের রোমিং কানেকশন সক্রিয় করতে। কিন্তু দুবাইতে গিয়ে মোটেই তা করেননি অভিনেত্রী। কারণ ১ দিনের জন্য রোমিং কানেকশনের খরচ করতে রাজি নন তিনি।

এক সাক্ষাৎকারে সারা আলি খান বলেন, ‘একেবারে ছোটবেলা থেকেই আমি বিভিন্ন  সমালোচনার শিকার হচ্ছি। আর সত্যি কথা বলতে কি এই সমালোচনা আমি বেশ উপভোগ করি। একদিনে যত আনন্দ বা খুশি আমি পেয়েছি, তার থেকে বেশি সমালোচনার শিকার হয়েছি। এটা ছোটবেলা থেকেই আমি দেখছি। তাই আমি উপভোগও করি। তাই এই সমালোচনা আমার কাছে আর কিছুই মনে হয় না। আমার উপর সমালোচনা আর কোনও প্রভাবই ফেলে না। ছোটবেলা থেকে মা বাবাকে নিয়ে বিভিন্ন সমালোচনা শুনতে হয়েছে। আমাকেও অনেক বিষয়ে তির্যক কথা বহু সময় শুনতে হয়েছে।’

সারা আলি খানের সঙ্গে শুভমন গিলের প্রেমের গুঞ্জন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। কয়েক মাস আগে দুই উঠতি তারকাকে এক রেস্তরাঁতে দেখা গিয়েছিল। সেখান থেকেই দুজনের প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়। সারা আলি খানের সঙ্গে শুভমন গিলের প্রেমের গুঞ্জন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। কয়েক মাস আগে দুই উঠতি তারকাকে এক রেস্তরাঁতে দেখা গিয়েছিল। সেখান থেকেই দুজনের প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়। 

সূত্রের খবর, তবে তাঁরা দু’জনেই দু’জনকে ইন্সটাগ্রামে আনফলো করে দিয়েছেন। এইসবের মাঝেই শোনা যায়, শচীন তেণ্ডুলকর-কন্যা সারা তেণ্ডুলকরের প্রেমে মজেছেন শুভমান। সেই কারণেই কী বিচ্ছেদ আরেক সারার সঙ্গে? তবে এই উত্তর এখনও অধরা।

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

আরও পড়ুন: সৌরভের বায়োপিকে আয়ুষ্মান, কবে থেকে শুরু হবে ছবির শুটিং?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version