বলিউডে প্রায় বেশিরভাগ অভিনেতাই এক-একটি ছবি করতে প্রায় কয়েক কোটি টাকা নেন। কিন্তু বি-টাউনেই অনেক অভিনেতা আছেন যারা একটি ছবি করলে খুব কম পারিশ্রমিকই পান। সেই তালিকায় কোন কোন অভিনেতা আছেন। জানবেন না কি?
১। তুষার কাপুর-
বাবা সুপারস্টার, কিন্তু তুষার কাপুর বলিউডে জায়গা বানাতে পারেননি। টাকাও বেশ কম। রোহিত শেট্টির প্রতিটি ছবিতে একটিও সংলাপ না বলে তিনি নিয়েছেন ২ কোটি করে।
২। সঞ্জয় দত্ত-
অন্যদিকে, সঞ্জয় দত্ত কিন্তু এখন আর বেশি টাকা পান না। সূত্র বলছে, তিনি নাকি পান ওই ৩ কোটির কাছাকাছি। খান-কাপুরদের পারিশ্রমিকের কাছে, তাঁদের এই পারিশ্রমিক নেহাতই তুচ্ছ সে কথা বলার নয়।
৩। ফারদিন খান-
একসময় নাম করলেও আজ ফারদিন খানকে নিয়ে তেমন আলোচনা হয় না। টাকার পরিমাণও কমেছে। তিনি নাকি প্রতি ছবিতে পান মাত্র ১০ লক্ষ টাকা।
৪। অভিষেক ব্চ্চন-
অনেকেরই মতে, বাবার মতো যোগ্যতা নাকি তাঁর নেই। যে পরিমাণ সম্মান তাঁর পাওনা ছিল তাঁর ছিটেফোঁটাও পাননি অভিষেক বচ্চন। পারিশ্রমিকও তাই বেশ কম। কত জানেন? ছবি প্রতি মাত্র ২ কোটি টাকা টাকা করে তিনি পান।
৫। আফতাব শিবদশানি-
এক সময় চুটিয়ে ছবি করেছেন আফতাব শিবদশানি। কিন্তু নিজের জায়গা নিজেই ধরে রাখতে পারেননি তিনি। গত বেশ কিছু সিরিজে, সিরিজ প্রতি তিনি পেয়েছেন মাত্র ১৫ লক্ষ করে।
ছবি- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।