আগামী ৩১শে মার্চ থেকে শুরু হতে চলেছে মেগা আইপিএল ২০২৩। আইপিএল মানেই চমক। কখনও টুর্নামেন্টে নতুন ফ্র্যাঞ্চাইজি জুড়ে দিয়ে চমক দেয় বিসিসিআই তো কখনও ক্রিকেটারদের হাত ধরে তৈরি হয় নয়া রেকর্ড।
আসন্ন মরশুমে ক্রিকেটপ্রেমীদের দুর্দান্ত সারপ্রাইজ দিতে প্রস্তুত ভারতীয় বোর্ড। সব ঠিকঠাক থাকলে ১৬ তম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন অরিজিৎ সিং।
এইবছর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জমকালো আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে আগের মতোই জাঁকজমকপূর্ণ। বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইতে পারেন অরিজিৎ সিং। জানা গিয়েছে, অরিজিৎ ছাড়াও পারফর্ম করবেন আরও বিশিষ্ট শিল্পী।
গত বছরের আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে আমেদাবাদেই মাতিয়ে গিয়েছিলেন এ আর রহমান, রণবীর সিংরা। ভারতের স্বাধীনতার ৭৫ বছরের উদযাপনও চোখধাঁধানো পরিবেশনার মাধ্যমে হয়েছিল আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে। তবে এইবছর উদ্বোধনী অনুষ্ঠান থাকছে একাধিক চমক।
ছবি- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।