Homeপরিবেশ'জলবায়ুর জন্য বিচার' চেয়ে বেথুন স্কুলের সামনে মানববন্ধন

‘জলবায়ুর জন্য বিচার’ চেয়ে বেথুন স্কুলের সামনে মানববন্ধন

প্রকাশিত

কলকাতা: বর্তমান সময়ে বিশ্বব্যাপী পরিবেশ সংকট ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। সেই সংকটের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার দুপুর ১টায় কলকাতার বেথুন স্কুলের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচির আয়োজক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।

এ দিনের কর্মসূচিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তারা জলবায়ু সংরক্ষনের সমর্থনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ায়। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এবং পরিবেশ রক্ষার দাবিতে তারা বিভিন্ন স্লোগান তোলে। মানববন্ধনের মাধ্যমে তারা দাবি জানায়, যাতে পরিবেশ রক্ষায় আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু সংকট রোধ করতে এখনই উদ্যোগী না হলে ভবিষ্যতে পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। তাই, পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।

এ দিনের কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের বক্তব্য, “আমরা পরিবেশ রক্ষার জন্য লড়াই করছি। আমাদের ভবিষ্যৎ যাতে বিপন্ন না হয়, তার জন্যই এই আন্দোলন।”

এই ধরনের কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীরা জলবায়ু সংকটের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করছেন বিশিষ্টরা।

ছবি: রাজীব বসু

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

পৃথিবী হারাল প্রকৃতির প্রহরী, প্রয়াত পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক জেন গুডলকে

প্রয়াত জেন গুডল। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খ্যাতনামা পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক। প্রকৃতি সংরক্ষণে তাঁর অবদান বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে থাকবে।

দীর্ঘ আন্দোলনের পর খাটালমুক্ত ডানকুনি খাল! ১৮ কোটি টাকায় সংস্কার, সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা

ডানকুনি খাল থেকে অবৈধ খাটাল উচ্ছেদ করে শুরু হয়েছে ১৮ কোটি টাকার সংস্কার প্রকল্প। পরিবেশ আদালত ও সুপ্রিম কোর্টের নির্দেশে খাল পরিষ্কার করে সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা। স্থানীয়দের আশা, এখানে ফিরবে পরিযায়ী পাখিও।

হিমালয়ের বিশুদ্ধ বাতাসে বিষ! মেঘ-বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু

হিমালয়ের বিশুদ্ধ বাতাসও আর নিরাপদ নয়! বোস ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য—পূর্ব হিমালয়ের মেঘ ও বৃষ্টির জলে মিলছে ক্যানসার সৃষ্টিকারী ভারী ধাতু। শিশুদের ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় ৩০% বেশি।