মৌ বসু
ফলের রাজা আম। গ্রীষ্মকালে সুমিষ্ট এই ফলের সম্ভারে মাতোয়ারা হয় বিশ্বের নানা প্রান্ত। বাংলার পাশাপাশি দেশের নানান প্রান্তে ফলে আম। সে সব প্রজাতির আমও সমান বিখ্যাত। তাদের রূপ, গন্ধ ও স্বাদও আলাদা। এবার আমবিলাসী ভারতীয়দের জন্য তৈরি হচ্ছে আস্ত ম্যাঙ্গো পার্ক বা আম বন। এই আম বনে শুধু আমগাছই থাকবে। কোথায় হচ্ছে এমন অভিনব আম বন? উত্তরপ্রদেশে তৈরি হচ্ছে এমন আম বন।
১৫ একর আয়তনবিশিষ্ট আম বন ভরা থাকবে শুধু ১০৮ প্রকারের আমগাছেই। আমচাষিরাও যেমন এতে উপকৃত হবেন তেমনই দর্শকদেরও আম বন ঘুরে দেখার সুযোগ মিলবে।
লখনউ পুর নিগম লখনউয়ে রায়বরেলি রোডের ওপর কিষান পথের কাছে কাল্লি ওয়েস্ট এলাকায় ১৫ একর জায়গার ওপর তৈরি করছে আম বন। সরকারের এর জন্য খরচ হচ্ছে আনুমানিক ১৮ কোটি টাকা। আম বনে ১০৮ রকম প্রজাতির ২০৬৮টি আমগাছ থাকবে। সব ঠিক থাকলে আগামী ১৫ আগস্ট উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আমের চারাগাছ পুঁতে সূচনা করবেন এই প্রকল্পের।
লখনউ মিউনিসিপ্যাল কর্পোরেশনের ম্যাঙ্গো মিউজিয়াম ও ম্যাঙ্গো হাট বিষয়ক কমিশনার ইন্দরজিৎ সিং জানান, আম বনের মধ্যে ৪০০ বর্গমিটার এলাকা জুড়ে ম্যাঙ্গো মিউজিয়াম গড়ে তোলা হবে। সেই মিউজিয়ামে ঘুরে দেখলে বিভিন্ন প্রজাতির আমের সম্পর্কে বিশদ তথ্য জানা যাবে। ডিজিটালি ভারতে ফলন হওয়া ৭৭৫ প্রজাতির আমের সম্পর্কে বিশদ তথ্য দেখানো হবে। উত্তরপ্রদেশের হর্টিকালচার ডিপার্টমেন্ট ও সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাবট্রপিক্যাল হর্টিকালচারের সহায়তায় পার্ক লাগোয়া আম হাট তৈরি করা হবে। আমের তৈরি নানান জিনিস কেনাকাটা করার ও চেখে দেখার সুযোগ মিলবে আম কিয়স্কে।
এ ছাড়াও দর্শকদের মনোরঞ্জনের জন্য আমের বিভিন্ন প্রজাতির নামে করা হবে আম বনের ভেতরে রাস্তার নাম। আমের আকারের নানান আলো দিয়ে সাজানো হবে। আম বনের প্রবেশপথের সামনে আমের আকারে বিরাট পাথরের স্তম্ভ থাকবে। সৌন্দর্য বাড়াতে ৪টি ম্যাঙ্গো ম্যুরাল ও একটি গাছের ম্যুরাল রাখা হয়েছে আম বনে।
এ ছাড়াও আম বনের ভেতরে ১৯৩০ বর্গ মিটারের একটি জলাশয় থাকবে। তাতে বিভিন্ন জলজ উদ্ভিদ বেড়ে উঠবে। বিভিন্ন রকমের আমগাছ ছাড়াও আম বনে জীববৈচিত্র্যের হাব হিসাবে গড়ে তুলতে মোট ১৮,৮২৮ রকমের গাছ থাকবে। আম বনে বেড়াতে আসা দর্শকদের ছায়া দিতে দেওয়ালের কাছে বট, অশ্বত্থ, অমলতাস, গুলমোহর গাছ লাগানো হবে। আম, পেয়ারা, আমলকি, জাম, জবা, লেবুর মতো ২০ রকম ভিন্ন ধরনের ১২৬০টি গাছ জাপানি মিয়াজাকি পদ্ধতিতে চাষ করা হবে। বিনোদনের জন্য আম বনে ১৭টি দোলনা ও বেঞ্চ থাকবে।
আরও পড়ুন
নিজেদের দোষ ঢাকতে ‘সংবিধান হত্যা দিবস’ পালনের সিদ্ধান্ত কেন্দ্রের, মনে করেন বৃন্দা কারাত