Homeশরীরস্বাস্থ্যকরোনার সংক্রমণ ডেকে এনেছে কোলেস্টেরলের সমস্যা, চাঞ্চল্যকর তথ্য গবেষণা রিপোর্টে

করোনার সংক্রমণ ডেকে এনেছে কোলেস্টেরলের সমস্যা, চাঞ্চল্যকর তথ্য গবেষণা রিপোর্টে

প্রকাশিত

সার্স-কোভিড-২ (SARS-CoV-2) ভাইরাসই করোনা সংক্রমণের জন্য দায়ী। এই ভাইরাসঘটিত সংক্রমণই অনেকের ক্ষেত্রে অন্তত ৩০% ডিসলিপিডেমিয়া বা রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তোলার জন্য দায়ী। আলবার্ট আইনস্টাইন কলেজ অফ মেডিসিনের একদল গবেষকের করা গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দু’ লক্ষেরও বেশি মানুষের ওপর গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছেন তাঁরায়।

গবেষকরা দেখেছেন করোনা অতিমারি পরবর্তী সময়ে গোটা বিশ্বেই অনেক মানুষের হার্টের অসুখ বাড়ছে। বিশদ ভাবে গবেষণা চালানোর সময় তাঁরা দেখতে পান হার্ট অ্যাটাক ও স্ট্রোকের জন্য দায়ী রক্তের অস্বাভাবিক লিপিড ফ্যাটের মাত্রা বেড়ে যাওয়া। বিশেষ করে বয়স্ক ও টাইপ টু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ডিসলিপিডেমিয়া বা রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেড়েছে অস্বাভাবিক ভাবে।

আলবার্ট আইনস্টাইন কলেজ অফ মেডিসিনের মলিকিউলার ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক তথা প্রধান গবেষক গায়েটানো সান্তুলি জানান, রক্তনালির ভেতরে থাকা এন্ডোথেলিয়াল কোষ রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। SARS-CoV-2 ভাইরাস এন্ডোথেলিয়াল কোষের কাজকর্মে ব্যাঘাত ঘটাচ্ছে। তাই করোনায় সংক্রমিত হন বা না-হন প্রত্যেকেরই নিয়মিত কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করে দেখা দরকার। ইতালির নেপলসে দু’ লক্ষ মানুষের ওপর ২০১৭-১৯ আর ২০২০-২২ সালের সময় পরীক্ষা চালানো হয়। দেখা যায়, করোনা সবার মধ্যেই ডিসলিপিডেমিয়া বা রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তোলার ঝুঁকি ২৯% বাড়িয়ে তুলেছে। এই ঝুঁকি সবচেয়ে বেশি ৬৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের ক্ষেত্রে। ডায়াবেটিস, স্থুলতা, কার্ডিওভাস্কুলার ডিজিজ, সিওপিডি আর উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে ঝুঁকি আরও বেশি পরিমাণে বাড়ে।

অন্য দিকে, আমেরিকার ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির গবেষণায় দেখা গিয়েছে, কম ঘুমোলে রক্তে ফ্যাটি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায়। পেটে চর্বি জমতে শুরু করে। যা স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো অসুখের আশঙ্কা বাড়ায়। গবেষকরা জানান, কম ঘুমোলে পুরুষদের মধ্যে রক্তের ফ্যাটি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায়। মেটাবলিক সিন্ড্রোম বেড়ে যায়। মহিলাদের ক্ষেত্রে হৃৎস্পন্দনের হার বাড়ে। রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।