Home শরীরস্বাস্থ্য একই মোজা বারবার না কেচে পরছেন? টয়লেট সিটের চেয়েও বেশি ব্যাক্টেরিয়া জমছে...

একই মোজা বারবার না কেচে পরছেন? টয়লেট সিটের চেয়েও বেশি ব্যাক্টেরিয়া জমছে পায়ে!

অপরিষ্কার মোজায় টয়লেট সিটের চেয়েও বেশি ব্যাক্টেরিয়া ও ফাঙ্গাস জন্মায়, যা পায়ে চুলকানি, ফোস্কা ও সংক্রমণ ঘটাতে পারে। জানুন কীভাবে এড়াবেন এই ঝুঁকি।

0
dirty socks

অনেকরই স্বভাব থাকে না কেচে একই মোজা রোজ পরার। কিন্তু না কেচে, পরিষ্কার করার জন্য অপরিষ্কার মোজায় ঘাম, ময়লা জমে জন্ম হয় অনেক ব্যাক্টেরিয়া, ফাঙ্গাস, ভাইরাসের।

Leicester University র মাইক্রোবায়োলজিষ্ট প্রিমরোজ ফ্রিস্টোন তাঁর গবেষণায় জানান অপরিষ্কার মোজায় থাকে Aspergillus, staphylococcus, candida, cryptococcus নামক ব্যাক্টেরিয়ার। পা, মোজা নিয়মিত পরিষ্কার না করলে ঘাম, ময়লা জমে জন্ম নেয় এসব ব্যাক্টেরিয়ার।

আরও পড়ুন: ঘর-গাড়ির ভেতরেই সবচেয়ে বেশি প্লাস্টিক দূষণ! দিনে ফুসফুসে ঢুকছে ৬৮ হাজার মাইক্রো প্লাস্টিক কণা

গবেষণায় দেখা গেছে, টয়লেট সিটে যত ব্যাক্টেরিয়া থাকে তার চেয়ে বেশি পরিমাণ ব্যাক্টেরিয়া থাকে যদি টানা ১২ ঘণ্টার বেশি সময় ধরে একই মোজা পরা হয়। এই ব্যাক্টেরিয়া আপনার পা থেকে সোজা বাড়িতে, জামাকাপড়, বিছানায় পৌঁছে যায়।

টাইট ফিটিংস জুতো আর নিয়মিত না কাচা অপরিষ্কার মোজা পরলে পায়ে ফাঙ্গাস ঘটিত সংক্রমণ হয়। পা লালচে হয়ে ফুলে ওঠে। চুলকানি এমনকি ফোস্কা পরে। পায়ের সংক্রমণ হলে মোজা ভালো করে না কাচলে পুনরায় ফাঙ্গাস ঘটিত সংক্রমণ হওয়ার ঝুঁকি বাড়ে। তাই অপরিষ্কার মোজা উল্টে নিয়ে গরম জলে কেচে রোদে ভালো করে শুকনো করে নিন। খুব টাইট ফিটিংস জুতো পরবেন না। হাওয়া চলাচল না হলে ব্যাক্টেরিয়া, ফাঙ্গাস ঘটিত সংক্রমণ হতে পারে।

আরও পড়ুন: হেপাটাইটিস ডি এখন ক্যানসার সৃষ্টিকারী রোগ, ঘোষণা করল হু ও আইএআরসি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version