গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কমবয়সি বা তরুণ প্রজন্মের বাস ভারতে। কিন্তু সেই ভারতেরই ৬-৭% কমবয়সি মানসিক অবসাদগ্রস্ত। কোনো না কোনোরকম মানসিক সমস্যায় ভুগছেন তাঁরা। ন্যাশনাল মেন্টাল হেল্থ প্রোগ্রামে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
কমবয়সিদের মধ্যে মানসিক সমস্যা ও অবসাদজনিত সমস্যায় ভোগা খুব সাধারণ বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পরিসংখ্যান অনুযায়ী ১০ থেকে ১৪ বছর বয়সিদের মধ্যে ৩.৬% আর ১৫ থেকে ১৯ বছর বয়সিদের মধ্যে ৪.৬% মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠার শিকার। ১০ থেকে ১৪ বছর বয়সিদের মধ্যে ১.১% আর ১৫ থেকে ১৯ বছর বয়সিদের মধ্যে ২.৮% মানসিক অবসাদগ্রস্ত।
গবেষকদের দাবি, সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার, পড়াশোনা ও কেরিয়ার গড়ার চাপ, করোনা-পরবর্তী পরিস্থিতিতে নানা আর্থিক, শারীরিক ও পারিবারিক চাপের কারণে কমবয়সিদের মধ্যে মানসিক সমস্যা বাড়ছে। শরীরের অসুখ করলে যত তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয় মানসিক সমস্যার ক্ষেত্রে মনোবিশারদ দেখানোর ক্ষেত্রে নানারকম অদ্ভুত পিছুটান কাজ করে। সহজে মনোবিশারদের সাহায্য নেওয়া হয় না। মানসিক অবসাদ ও উদ্বেগকে গুরুত্বই দেওয়া হয় না ভারতীয় পরিবারে। এ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় লাগাতার হেনস্তাও কমবয়সিদের মধ্যে মানসিক সমস্যা বাড়িয়ে তুলছে।
আরও পড়ুন
মানসিক অবসাদ কাটিয়ে উঠতে সাহায্য করে, ক্যানসার আটকাতে পারে মাছের ডিম