নভেম্বরে শেষ হয়েছে আবেদনপ্রক্রিয়া। দীর্ঘসময় ধরে পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন আবেদনকারীরা। শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান হল। আগামী ১৫ সেপ্টেম্বর, রবিবার অনুষ্ঠিত হবে মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট (প্রিলিমিনারি) পরীক্ষা।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in/whats_new.jsp-এ প্রকাশিত হয়েছে পরীক্ষার বিজ্ঞপ্তি।
২০২৩ সালে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, মিউনিসিপ্যাল ইউথ অফিসার, ব্লক ওয়েলফেয়ার অফিসার-সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট (প্রিলিমিনারি) পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিল। রাজ্যের ২৩টি জেলার বাসিন্দারাই এই পরীক্ষায় বসতে পারবেন। ২ নভেম্বর পর্যন্ত ছিল আবেদনের শেষ তারিখ।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ১৫ সেপ্টেম্বর মিসলেনিয়াস নিয়োগের পরীক্ষা নেবে। প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষার পর মেন পরীক্ষা ও ইন্টারভিউ হবে। রবিবার ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত মিসলেনিয়াস নিয়োগের পরীক্ষা হবে। ৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট (psc.wb.gov.in) মারফত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। সাবধানে অ্যাডমিট কার্ড রাখবেন। পাবলিক সার্ভিস কমিশনের দফতর থেকে বিকল্প অ্যাডমিট কার্ড দেওয়া হবে না।
আরও পড়ুন
নদিয়ার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় আশাকর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন