Home খবর বিদেশ লন্ডনের ক্যানসার-আক্রান্ত ১২ বছরের স্কুলপড়ুয়ার হয়ে ক্লাস করে রোবট

লন্ডনের ক্যানসার-আক্রান্ত ১২ বছরের স্কুলপড়ুয়ার হয়ে ক্লাস করে রোবট

0

মৌ বসু

দক্ষিণ পশ্চিম লন্ডনের বাসিন্দা বছর বারোরর বালক হাওয়ার্ড এতটুকু বয়সেই জীবনের অনেক কিছু দেখে ফেলেছে। কারণ সে মারণরোগে আক্রান্ত।

গত ডিসেম্বরে বাহুর বিরল ক্যানসারে আক্রান্ত হয় বালকটি। তার বাবা-মা পড়ে আতান্তরে। ছেলের শারীরিক ভাবে সুস্থ করার পাশাপাশি মানসিকভাবে তাকে চাঙ্গা রাখাতেও সমস্যা তৈরি হয়। জানুয়ারি থেকে সাপ্তাহিক কেমোথেরাপি শুরু হয়। তখন নিয়মিত স্কুলে যেতে পারত না হাওয়ার্ড নামে ওই অসুস্থ বালক।

লন্ডনের টুইকেনহামে স্কুলে তার। তবে তার সহায় হয়ে ওঠে এভি হাওয়ার্ড (AV Howard) নামে একটি ইন্টারঅ্যাক্টিভ অডিও-ভিজ্যুয়াল রোবট (Interactive audio-visual robot)। বাড়িতে বা হাসপাতালে থাকলে অসুস্থ বালকের হয়ে স্কুলে ক্লাস করে রোবটই। পড়াশোনা করে সে। রোবটের ক্যামেরা দিয়ে বই আর ওয়ার্কশিটের পড়াশোনা বোঝে হাওয়ার্ড। রোবটের ইনবিল্ট স্পিকারের সাহায্যে সশরীরে ক্লাসে হাজির না থাকলেও কথা বলে।

চ্যারিটির মাধ্যমে চার্টওয়েল চিলড্রেন’স ক্যানসার ট্রাস্ট নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা ওই রোবট উপহার দিয়েছে। সহপাঠীরা হাওয়ার্ডের রোবটকে ক্লাসে এনে বসায়। সেই রোবটই হাওয়ার্ডের হয়ে ক্লাস করে।

আরও পড়ুন

বাড়িতে বসে ৫ মিনিটেই বুঝতে পারবেন হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version