Homeশরীরস্বাস্থ্যকলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

প্রকাশিত

কলকাতায় বারবার আবহাওয়ার বদলের জেরে বেড়ে চলেছে শ্বাসকষ্টজনিত অসুস্থতা। চিকিৎসকরা জানিয়েছেন, সম্প্রতি ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বা ঝড়বৃষ্টিজনিত হাঁপানির প্রভাব দেখা যাচ্ছে বহু রোগীর মধ্যে। একদিকে গরম-ঠান্ডার পালা, অন্যদিকে বাতাসের আর্দ্রতা ও বৃষ্টির সঙ্গে আসা হাওয়ায় হাঁপানি ও সিওপিডি রোগীদের অবস্থা আরও জটিল হচ্ছে।

সিএমআরআই হাসপাতালের পালমোনোলজিস্ট অরূপ হালদার সংবাদমাধ্যমকে বলেন, “ঝড়-বৃষ্টির সময় পরাগরেণু বা পলেনে পানি জমে তা ফেটে ক্ষুদ্র কণায় ভেঙে যায়। বাতাসের সঙ্গে এই কণা আমাদের ফুসফুসে গভীর পর্যন্ত পৌঁছে যায়। সাধারণত যাঁদের হে ফিভার বা অ্যালার্জিক রাইনাইটিস আছে, তাঁরা এতে বেশি আক্রান্ত হন। এর সঙ্গে ভাইরাস সংক্রমণ বাড়ছে, আর বাতাসে সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইডের মতো গ্যাস জমছে। তাছাড়া বর্ষায় ভিটামিন ডি-র মাত্রা কমে গিয়ে প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতাও হ্রাস পাচ্ছে।”

চার্নক হাসপাতালের পালমোনোলজিস্ট সৌম্য সেনগুপ্ত বলেন, “অতিরিক্ত গরমে শরীর ডিহাইড্রেটেড হয়, শ্লেষ্মা ঘন হয়ে যায়। আবার ঠান্ডা বাতাসে শ্বাসনালীর প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শ্লেষ্মা বাড়ে। এর ফলে কাশি, শ্বাসকষ্ট এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা বাড়ছে। তাপমাত্রার ওঠানামায় শ্বাসনালীর ঘন ঘন সংকোচন হচ্ছে। ক্রমাগত বৃষ্টিতে ইনফ্লুয়েঞ্জা এ ও এএইচ৩ ভাইরাসে সংক্রমণ বাড়ছে।”

উডল্যান্ডস হাসপাতালের ক্লিনিকাল মাইক্রোবায়োলজিস্ট দীপনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “ঠান্ডা ও শুষ্ক বাতাসও ফুসফুসকে উত্তেজিত করে। এই দ্রুত আবহাওয়ার পরিবর্তন সরাসরি শ্বাসনালী ও বাতাসের মানকে প্রভাবিত করছে। এর সঙ্গে আর্দ্রতা এবং মাঝে মাঝে বৃষ্টি শ্বাসকষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে।”

বিপি পোদ্দার হাসপাতালের পালমোনোলজিস্ট অভিষেক কল্য জানান, বাইরে থেকে গরম পরিবেশ থেকে হঠাৎ ঠান্ডা এয়ারকন্ডিশন্ড ঘরে ঢোকা বা মৌসুমি পরিবর্তন ফুসফুসে বড় চাপ তৈরি করছে।

পিয়ারলেস হাসপাতালে সম্প্রতি ইনফ্লুয়েঞ্জা এ ও বি, রাইনোভাইরাস, মেটা-পনিউমোভাইরাসের পাশাপাশি ডেঙ্গি ও চিকুনগুনিয়া রোগীর নমুনা মিলেছে। হাসপাতালের চিফ মাইক্রোবায়োলজিস্ট ভাস্কর নারায়ণ চৌধুরী বলেন, “তাপমাত্রার এই ওঠানামা শ্বাসজনিত ভাইরাসের আয়ুষ্কাল বাড়িয়ে দিচ্ছে। ইনফ্লুয়েঞ্জা উষ্ণ আবহাওয়াতেও আঘাত হানতে পারে।”

চিকিৎসকরা সতর্ক করেছেন, হাঁপানি ও ফুসফুসের রোগীরা এই সময়ে বিশেষভাবে সাবধানে থাকুন। বাড়তি সুরক্ষার জন্য ধুলো, পোলেন ও হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এড়াতে মাস্ক ব্যবহার ও পর্যাপ্ত জলপান জরুরি।

আরও পড়ুন: ভাদ্রের সর্দিকাশি-জ্বরে ঘরোয়া টোটকা: মধু থেকে পাতিলেবুতে মিলবে স্বস্তি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ওয়াইফাই রাউটারেই মিলবে হার্টবিট মনিটরিং! ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া প্রযুক্তি Pulse-Fi

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তৈরি হল Pulse-Fi। স্মার্টওয়াচ বা মনিটর ছাড়াই ওয়াইফাই সিগনাল দিয়ে বোঝা যাবে হৃৎস্পন্দনের ওঠানামা। মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহারেই সম্ভব হচ্ছে এই প্রযুক্তি।

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...

এ বার থেকে শনি-রবিবারও চলবে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো, শুরু ১৩ সেপ্টেম্বর

১৩ সেপ্টেম্বর থেকে শনি এবং রবিবারও চলবে কলকাতা মেট্রোর ইয়েলো লাইন (নোয়াপাড়া-বিমানবন্দর)। শনিবার ৪৪টি ও রবিবার ৪০টি মেট্রো চলবে, ৩৫ মিনিট অন্তর পরিষেবা।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

ভাদ্রের সর্দিকাশি-জ্বরে ঘরোয়া টোটকা: মধু থেকে পাতিলেবুতে মিলবে স্বস্তি

ভাদ্র মাসে আবহাওয়ার বদলে ঠান্ডা-কাশি, জ্বর, গলা ব্যথার সমস্যা বাড়ে। মধু, তুলসীপাতা, আদা, দারুচিনি, পাতিলেবু প্রভৃতি ঘরোয়া টোটকায় মিলতে পারে দ্রুত উপশম।