Homeশরীরস্বাস্থ্যকৈশোর ডায়াবেটিস: শিশুদের অ-সংক্রামক রোগের চিকিৎসায় ইউনিসেফের উদ্যোগ রাজ্যে

কৈশোর ডায়াবেটিস: শিশুদের অ-সংক্রামক রোগের চিকিৎসায় ইউনিসেফের উদ্যোগ রাজ্যে

প্রকাশিত

কলকাতা: শিশুদের মধ্যে অ-সংক্রামক রোগ (NCD) বিশেষত টাইপ ১ ডায়াবেটিসের চিকিৎসা ও যত্ন নিশ্চিত করতে ইউনিসেফ পশ্চিমবঙ্গ সরকার এবং আইপিজিএমইআর ও এসএসকেএম হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ শুরু করেছে। এর মাধ্যমে রাজ্যের গ্রামীণ পর্যায়ে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে।

টাইপ ১ ডায়াবেটিস, যা সাধারণত শিশুকালেই ধরা পড়ে, মূলত প্যানক্রিয়াসের ইনসুলিন উৎপাদনকারী কোষ ধ্বংস হয়ে যাওয়ার কারণে হয়। ফলে আক্রান্ত শিশুকে দিনে একাধিকবার ইনসুলিন ইনজেকশন নিতে হয়।

রাজ্যের উদ্যোগে ইউনিসেফের সহযোগিতা

জুলাই ও আগস্ট মাসে ইউনিসেফের কর্মকর্তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধান সচিবের সঙ্গে বৈঠক করে রাজ্যের শিশুদের ডায়াবেটিস ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং আরও বড় পরিসরে কাজ করার প্রতিশ্রুতি দেন।

পশ্চিমবঙ্গে ইউনিসেফের প্রধান ডা. মনজুর হোসেন এক অনুষ্ঠানে বলেন, “আমরা প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করে শিশুদের অ-সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের একটি মডেল তৈরি করছি। রাজ্যের স্বাস্থ্য বিভাগ, আইপিজিএমইআর এবং এসএসকেএম হাসপাতালের সঙ্গে আমাদের এই সহযোগিতার লক্ষ্য হল প্রত্যেক শিশুর জন্য সমানভাবে চিকিৎসা ও যত্ন নিশ্চিত করা।”

প্রশিক্ষণ ও চিকিৎসা সম্প্রসারণ

ইউনিসেফের প্রথম পদক্ষেপ হিসেবে স্বাস্থ্যকর্মীদের (চিকিৎসক, নার্স, এএনএম, আশা কর্মী, এবং কমিউনিটি হেলথ অফিসার) প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের মধ্যে টাইপ ১ ডায়াবেটিস ও অন্যান্য এনসিডি শনাক্ত করে তাদের দ্রুত চিকিৎসার জন্য রেফার করা সম্ভব হবে।

এই মুহূর্তে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং এসএসকেএম হাসপাতালে এনসিডি ক্লিনিক চালু রয়েছে। সেখানে বছরে প্রায় ৬০০ শিশু চিকিৎসা পায়। আরও ১০টি জেলা হাসপাতালে এই ক্লিনিক চালু করার অনুমোদন মিলেছে এবং ভবিষ্যতে তা রাজ্যের সমস্ত জেলায় সম্প্রসারিত হবে।

জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রশংসা

আইপিজিএমইআর/এসএসকেএম হাসপাতালের প্রফেসর ডা. সুজয় ঘোষ বলেন, “শিশুদের ডায়াবেটিস নির্ণয় এবং চিকিৎসায় গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগ ধরা পড়ছে না। অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, ওজন কমে যাওয়া এবং ক্লান্তির মতো লক্ষণ দেখে দ্রুত রেফার করা হলে অনেক শিশুর জীবন রক্ষা পাবে।”

ভারতের ইয়াং ডায়াবেটিক রেজিস্ট্রির তথ্য অনুযায়ী, প্রতি এক লাখ শিশুর মধ্যে পাঁচজন টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত। যখন সমস্ত ক্লিনিক চালু হবে এবং প্রশিক্ষণ সম্পন্ন হবে, তখন আরও রোগী চিহ্নিত এবং চিকিৎসা করা সম্ভব হবে।

স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত ডেপুটি ডিরেক্টর ডা. এল স্বস্তিচরণ এবং ইউনিসেফ ইন্ডিয়া অফিসের স্বাস্থ্য প্রধান ডা. বিবেক বিরেন্দ্র সিংহ পশ্চিমবঙ্গের এই মডেলের প্রশংসা করে বলেন, “এই উদ্যোগ দেশের অন্য রাজ্যগুলোতেও ছড়িয়ে দেওয়া হবে।”

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শিশুদের অ-সংক্রামক রোগের চিকিৎসায় পশ্চিমবঙ্গকে পথিকৃৎ করে তুলেছে, যা সারা দেশে শিশুস্বাস্থ্যের উন্নয়নে একটি নতুন দিশা দেখাবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

রাতে ঘুমোতে যাওয়ার আগে জিরে ভেজানো জল খাবেন কেন? জানুন আশ্চর্য উপকারিতা

জিরে ভেজানো জল শুধু হজম নয়, ওজন নিয়ন্ত্রণ, ঘুমের সমস্যা ও অ্যাসিডিটিও দূর করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে জিরে জল খাওয়ার উপকারিতা জেনে নিন বিস্তারিতভাবে।

শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জানা গেছে, ভারতের ৫১% শহুরে পরিবার মাসে অন্তত ৩-৪ বার ঐতিহ্যবাহী মিষ্টি খান। তবে ৫৫% নাগরিক এখন পছন্দ করছেন কম চিনি দেওয়া মিষ্টি। ডায়াবেটিস ও কৃত্রিম শর্করার ঝুঁকি নিয়েও সতর্ক বিশেষজ্ঞরা।