ত্বকের সবচেয়ে ভালো বন্ধু হল ভিটামিন সি। ত্বকের পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি। মলিন, দাগছোপযুক্ত ত্বকে প্রাণ ফিরিয়ে আনে জেল্লাদার ও ঝকঝকে তকতকে করে তোলে ভিটামিন সি। শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট ভিটামিন সি কোলাজেন প্রোটিনের নিঃসরণ বাড়ায়। ত্বককে টানটান রাখতে সাহায্য করে। ক্ষতিকর ফ্রি র্যাডিকেলসের হাত থেকে রক্ষা করে ভিটামিন সি।
স্বাস্থ্যকর, জেল্লাদার ঝকঝকে ত্বক পেতে আপনাকে ভরসা করতে হবে ভিটামিন সি’র ওপর। রাতে হোক কিংবা দিনে ভিটামিন সি সেরাম ব্যবহার করা যায়। রাতে ঘুমোতে যাওয়ার আগে সেরাম ত্বকে লাগালে তা ত্বকের ক্ষয়ক্ষতি মেরামত করে। দাগছোপ দূর করে। ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনে।
কীভাবে করবেন ব্যবহার ভিটামিন সি সেরাম
মুখ পরিষ্কার করে নিন। টোনার ব্যবহার করবেন। ভিটামিন সি সেরাম ত্বকের ধরন অনুযায়ী জেল বা ক্রিমের সঙ্গে মিশিয়ে মুখে ও গলায় লাগান। সরাসরি ত্বকে সেরাম লাগালে একটু শুকনো হয়ে যাওয়ার পর ময়েশ্চারাইজার লাগান।
Amazon থেকে ভিটামিন সি সমৃদ্ধ সেরাম কিনতে এখানে ক্লিক করুন। দাম ২৫০ টাকা থেকে ৫৫০ টাকার মধ্যে।
সতর্কতা
ভিটামিন সি সেরাম ঠান্ডা জায়গায় রাখুন। রোদে বা তাপের প্রভাবে অক্সিডাইজ হয়ে যায়। দিনে একবার সেরাম লাগাবেন। বারবার নয়। অল্প পরিমাণে সেরাম ব্যবহার করবেন। রেটিনল, এএইচএ, বিএইচএ’র সঙ্গে মিশিয়ে লাগাবেন না সেরাম।
ত্বকের যত্নে ভিটামিন সি সেরাম হতে পারে আপনার গোপন অস্ত্র! সঠিকভাবে ব্যবহার করুন আর উপভোগ করুন উজ্জ্বল, মসৃণ ত্বক। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সঙ্গে!
দ্রষ্টব্য: গুরুতর ত্বকের সমস্যার জন্য চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
রূপচর্চা সংক্রান্ত আরও পরামর্শ পড়ুন
প্রাপ্তবয়স্কদের মুখে বেবি ক্রিম ব্যবহার কতটা নিরাপদ? জানুন বিশেষজ্ঞের মতামত
ডিমের জাদুকরি উপকারিতা! স্বাস্থ্যোজ্জ্বল, ঘন ও মসৃণ চুলের সেরা সমাধান
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

