Homeজীবন যেমনরূপচর্চাদুর্গোৎসব ২০২৪: প্যান্ডেল হপিং করতে গিয়ে নতুন জুতোয় পায়ে ফোস্কা পড়লে সব...

দুর্গোৎসব ২০২৪: প্যান্ডেল হপিং করতে গিয়ে নতুন জুতোয় পায়ে ফোস্কা পড়লে সব আনন্দ মাটি

প্রকাশিত

একটা সময় ছিল যখন পুজো এলেই একটি বিখ্যাত জুতো কোম্পানি বিজ্ঞাপন দিত – পুজোয় চাই নতুন জুতো। পুজোর আগমনবার্তা এলেই বাঙালি মেতে ওঠে কেনাকাটায় – পোশাক থেকে জুতো – সব। তবে এই জুতো কেনার সময় ফ্যাশন নয়, আগে নিজের আরামের দিকটা নজরে রাখুন। ঘষা লেগে পায়ের ছাল উঠে যাচ্ছে বা ফোস্কা পড়ছে, এমন জুতো পরবেন না। সবচেয়ে সহজ উপায় হল এমন জুতো কিনবেন যা পায়ে সহজে এঁটে যায়। খুব টাইট জুতো পরলে পায়ের চামড়ার ওপর চাপ পড়বে। তাতে ছাল উঠে যাবে। আবার লুজ ফিটিং জুতো কিনবেন না। এরকম জুতো পরে হাঁটলে ঘষটানিতে ফোস্কা পড়বে।

আরাম পান এমন জুতো পরুন

প্রথমদিকে নতুন জুতো খুব শক্ত হয়। তাই ভালো করে নাড়াচাড়া করে পায়ের মাপের মতো করে নিন। যে জুতো পরে কষ্ট হচ্ছে, চামড়া নরম করতে নারকেল তেল, অলিভ অয়েল, মিঙ্ক অয়েল ইত্যাদি দিয়ে ঘষুন। তেলের বদলে লেদার কন্ডিশনারও ব্যবহার করতে পারেন। জুতোর যে জায়গাটায় শক্ত হয়ে আছে সেখানে একটু হেয়ার ড্রায়ার চালিয়ে নিন। মোটা মোজা পরে জুতো গলিয়ে নিয়ে একটু হাঁটুন। এরপর মোজা খুলে রেখে হাঁটুন, সহজ হয়ে যাবে।

ঘষটানিতে ভোগান্তি এড়াতে কী করবেন

পারলে মোজা পরুন। এতে জুতোয় ঘষা লেগে ছাল উঠে যাবে না। অথবা গোড়ালিকে ঘষটানি থেকে বাঁচাতে ‘টো প্রোটেক্টর’ বা ‘টো ক্যাপ’ পরুন। অথবা ‘শ্যু প্যাড’ বা ‘ইনসোল’ ব্যবহার করুন। এতে গোড়ালিতে ঘষা লেগে যাবে না। যে জায়গায় ঘষা লেগে ছাল উঠে গেছে সেখানে ব্যান্ডেজ লাগিয়ে রাখুন। জুতোর শক্ত জায়গায় সার্জিক্যাল টেপ লাগিয়ে রাখুন। আর ঘষা লাগবে না।     

ঘরোয়া উপায়ে কীভাবে ফোস্কার নিরাময় করবেন

(১) মধু, অ্যালোভেরা জেল, পেট্রোলিয়াম জেলিতে অ্যান্টিভাইরাল, অ্যান্টি-ইনফ্লেমটরি আর অ্যান্টি-মাইক্রোবায়াল গুণ থাকায় ক্ষতিগ্রস্ত ছাল ওঠা, ফোস্কা পড়া জায়গায় লাগান।

(২) ফোস্কা পড়ার জায়গায় একটু টুথপেস্ট কিছুক্ষণ লাগিয়ে রাখুন। ভেজা কাপড় দিয়ে মুছে নিন। এরপর ব্যথার জায়গায় পেট্রোলিয়াম জেলি লাগালে উপশম মিলবে। এ ছাড়া বাড়িতে অ্যাসপিরিন জাতীয় পেনকিলার ট্যাবলেট থাকলে একটা ট্যাবলেট ভেঙে গুঁড়ো করে নিয়ে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়ে ফোস্কা পড়া জায়গায় লাগিয়ে রাখুন। শুকনো হয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। উপশম মিলবে।

৩) পরিষ্কার কাপড়ে কয়েকটা বরফের টুকরো ভরে ফোস্কা পড়ার জায়গায় লাগালে উপশম হবে। এ ছাড়াও চালগুঁড়ি জল দিয়ে থকথকে পেস্ট তৈরি করে ফোস্কা পড়ার জায়গায় লাগান। শুকনো হয়ে গেলে ধুয়ে নিন। ময়েশ্চারাইজার ক্রিম লাগান।

(৪) নিম আর হলুদের অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ আছে তাই হলুদ ও নিমপাতা বেঁটে কিছুক্ষণ লাগান ফোস্কা পড়া জায়গায়।

(৫) ভিটামিন ই-তে সমৃদ্ধ অলিভ অয়েল আর আমন্ড অয়েল মিশিয়ে লাগালে উপকার পাওয়া যায়।

(৬) এ ছাড়া তুলোয় ভিজিয়ে লেবুর রস লাগালে উপশম মিলবে। নারকেলতেলে অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ আছে। নারকেলতেলে থাকা লোরিক অ্যাসিড ফোস্কা দূর করে। তাই নারকেলতেলের সঙ্গে কর্পূর লাগালে উপশম হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ত্বকের জেল্লা ফেরাতে ভরসা ভিটামিন সি সেরাম, জেনে নিন সঠিক ব্যবহার পদ্ধতি

ভিটামিন সি সেরাম ত্বককে দাগছোপমুক্ত ও উজ্জ্বল করে তোলে। জেনে নিন কখন, কীভাবে এবং কীসঙ্গে ব্যবহার করবেন এই অ্যান্টিঅক্সিড্যান্ট।

গরমে ঠোঁট ফাটছে? ঘরেই বানান বিট-নারকেল তেলের লিপবাম, জেনে নিন উপায়

গরমে জলশূন্যতায় ঠোঁট ফাটছে? জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে বিট, নারকেল তেল ও ভেসলিন দিয়ে তৈরি করবেন প্রাকৃতিক লিপবাম।

প্রাপ্তবয়স্কদের মুখে বেবি ক্রিম ব্যবহার কতটা নিরাপদ? জানুন বিশেষজ্ঞের মতামত

বাজারের লেটেস্ট বিউটি প্রোডাক্ট না বুঝে ব্যবহার করলে হতে পারে ত্বকের ক্ষতি। প্রাপ্তবয়স্কদের ত্বকে বেবি ক্রিম বা লোশন লাগানো কি আদৌ ঠিক? বিশেষজ্ঞরা বলছেন, এটা ত্বকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিস্তারিত জানুন।