বাতাসে উষ্ণতা বাড়ার সাথে সাথে ত্বকে এর প্রভাব পড়তে শুরু করেছে। সূর্যের তাপ এবং ধুলো বালির কারণে এই সময়ে ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্নর।
রান্না ঘরের উপাদান গিয়ে ত্বক চর্চার চল চলে আসছে বহু যুগ ধরে। ত্বকের যাবতীয় সমস্যা দূর করা সম্ভব ঘরোয়া উপায়। ব্রণ থেকে মুক্তি পেতে, ট্যান দূর করতে প্রায় অনেকেই ঘরোয়া টোটকার ওপর ভরসা করেন। তবে ত্বক উজ্জ্বল করতে কাজে লাগাতে পারেন কিউই ফলকে। এই ফলের অনেক উপকারী গুণাগুণ রয়েছে।
কিউই ফল কী? কিউই ফলের গুণাগুণ ও কোথায় হয় এই ফল?
কিউই, এই ফলটি খুবই জনপ্রিয় একটি ফল। খেতে যেমন সুস্বাদু, তার সঙ্গে এর মধ্য রয়েছে অঢেল গুণ। কয়েক দশক ধরে ভারতে এই ফল পাওয়া না গেলেও বর্তমানে কয়েকটি জায়গায় এর চাষ হয়ে।
এশিয়া ও অস্ট্রেলিয়াতে সাধারণত এই ফলের চাষ হয়ে। কিন্তু এই ফল মূলত চিন দেশের ফল। এই ফলটি দেখতে একটু অদ্ভুত রকমের। ফলের বাইরের রঙ গোল্ডেন ব্রাউন এবং ভেতর সবুজ। এই কিউই বর্তমানে নিউজিল্য়ান্ডের জাতীয় ফল।
১। রিঙ্কেল কমায়-
বিশেষত প্রত্যেক নারীই চায় যে তাকে যেন সর্বদা ইয়ং এবং সুন্দর দেখায়। এই ক্ষেত্রে কিউই ব্যবহার করলে মুখের রিঙ্কেলস থেকে মুক্তি পেতে পারেন।
কিউইতে ভিটামিন সি রয়েছে যা ত্বকের কোলাজেন তৈরি করতে সহায়তা করে। যার ফলে ত্বককে তরতাজা দেখায়।
২। ত্ব্ককে ভালো রাখে-
প্রখর রোদে বেরোলে ত্বকে নানান সমস্যা দেখা দেয়। কিউইতে ভিটামিন-ই রয়েছে, যা ত্বকের যত্ন নিতে পারে।
৩। তৈলাক্ত ত্বকের জন্য-
কিউই ফেস প্যাক যাদের ত্বক তৈলাক্ত তারা লেবুর সঙ্গে কিউই মিশিয়ে ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। এটি ত্বকের দাগ কমায় এবং ত্বক উজ্জ্বল দেখায়। ১ চামচ কিউই পাল্প এবং ১ চামচ লেবুর রস নিন। ২ টো ভাল করে মিশিয়ে নিন পেস্ট তৈরি করে ২০ মিনিট মুখে লাগিয়ে রেখে তারপর মুখ ধুয়ে ফেলুন।
৪। শুষ্ক ত্বকের জন্য কিউই এবং কলার ফেস প্যাক-
কিউই, কলা এবং দই-এর ফেস প্যাক শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী। কিউই পাল্প, কলার পেস্ট এবং ১ চামচ দই একটি পাত্রে ভালোভাবে মেশান। তারপর এটি মুখে লাগান। ফেস প্যাকটি শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।
৫। কিউই ও বেসনের ফেস প্যাক-
ফ্রেশ এবং উজ্জ্বল ত্বকের জন্য কিউই এবং বেসনের ফেস প্যাক ব্যবহার করতে পারেন। ফেস প্যাক তৈরির জন্য ১ টি পাত্রে বাদামের পেস্ট, বেসন এবং কিউই পাল্প নিয়ে সেগুলি ভাল করে মেশান। এরপর মুখে লাগিয়ে ২০ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
রূপচর্চা সংক্রান্ত খবর পড়তে নজর রাখুন খবর অনলাইন