Homeজীবন যেমনসম্পর্কচারিদিকে বাড়ছে অপরাধপ্রবণতা, কীভাবে বুঝবেন আপনার চেনা মানুষই একজন সাইকোপ্যাথ

চারিদিকে বাড়ছে অপরাধপ্রবণতা, কীভাবে বুঝবেন আপনার চেনা মানুষই একজন সাইকোপ্যাথ

প্রকাশিত

চারিদিকে বাড়ছে ঘৃণ্য নৃশংস অপরাধপ্রবণতা। সংবাদমাধ্যম জুড়ে খুন, জখম, রাহাজানি, চুরি, ডাকাতির মতো অপরাধের ঘটনার খবর। আশপাশের মানুষের মধ্যেই লুকিয়ে থাকতে পারে অপরাধপ্রবণতা।

কে সাইকোপ্যাথ কীভাবে চিনবেন  

১) সাইকোপ্যাথদের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব অত্যন্ত চার্মিং বা আকর্ষণীয় হয়। খুব সহজে অপরপক্ষের মন জয় করতে পারে। যে কোনো উপায় কার্যসিদ্ধিতে ওস্তাদ।

২) জীবনকে উপভোগ করতে চায় সাইকোপ্যাথ। ম্যাড়ম্যাড়েভাবে জীবন কাটানো নাপসন্দ। একসাইটমেন্ট চায়। নিয়মশৃঙ্খলা ভাঙতে পছন্দ করে।

৩) সাইকোপ্যাথরা প্যাথোলজিক্যাল লায়ার অর্থাৎ অবলীলায় মিথ্যা কথা বলে। মিথ্যের জাল বুনতে ওস্তাদ।

৪) নিজেকে নিয়ে বিরাট বড়ো ধারণা। ইগোসর্বস্ব অহংকারী মানুষ। নিজের নিয়ম মেনে চলে।

৫) নিজের আচরণ অন্যের মনে কী প্রভাব ফেলবে, অন্য আঘাত পেতে পারে, এসব নিয়ে চিন্তিত নয়। কোনো অপরাধবোধে ভোগে না।

৫) কোনো আবেগ নেই। গভীর ভাবে কোনো কিছু অনুভব করে না। কারও প্রতি সহমর্মিতাবোধ নেই। অন্যের ওপর নির্ভরশীল। স্বাধীনভাবে জীবন কাটানোর ক্ষমতা নেই।

৬) পার্টনার বা সঙ্গী বা সঙ্গিনীকে যৌন সংসর্গে ঠকাতে পেরে পৈশাচিক আনন্দ পায়।

৭) অবাস্তববাদী চিন্তাভাবনা। তাড়াহুড়ো করে কাজকর্মে ও চিন্তাভাবনায়। দায়িত্বশীল নয়। অন্যের ঘাড়ে দোষ চাপায়।

৮) অপরাধমনস্কতা থাকে সাইকোপ্যাথদের মনে।

কেন তৈরি হয় সাইকোপ্যাথ

সাইকোপ্যাথির ওপর গবেষণায় দেখা গেছে, শৈশবে সাইকোপ্যাথদের সঙ্গে তাদের বাবা-মায়ের কোনো মানসিক সম্পর্কই গড়ে ওঠে না। আবেগের দিক থেকে অভাব থাকে। বাবা-মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। এ ছাড়াও পারিবারিক ক্ষেত্রে শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করে। এসবের কারণেই সাইকোপ্যাথিক মনোভাব গড়ে ওঠে। কাউকেই বিশ্বাস করতে পারে না।

আরও পড়ুন

মানসিক উদ্বেগে ভুগছেন? আপনার শরীরের গন্ধ নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনার পোষ্যর মনেও

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

আত্মবিশ্বাস হারাচ্ছেন? এই ৬টি লক্ষণেই বুঝুন আপনি ভুল সম্পর্কে আছেন

সব সম্পর্ক সুখের নয়। ভুল সম্পর্ক আপনাকে মানসিকভাবে দুর্বল ও আত্মবিশ্বাসহীন করে তুলতে পারে। জেনে নিন সেই ৬টি লক্ষণ, যেগুলি দেখলে সতর্ক হওয়া জরুরি।

ব্রেক আপ হলেও ভুলতে পারছেন না পুরনো প্রেমকে? কী করবেন?

সম্পর্কের সুর সব সময় একতারে বাঁধা থাকে না। কারণে-অকারণে হয় ছন্দপতন। ভেঙে যায় ভালোবাসার...

ভারতীয়রা জীবনসঙ্গী বাছাইয়ে পারিবারিক চাহিদা নয় মানসিক মিলকেই দিচ্ছে গুরুত্ব, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জীবনসঙ্গী বাছাইয়ে ৪৭% পুরুষ প্রেম-ভালোবাসাকে গুরুত্ব দিয়েছেন। মহিলাদের সংখ্যা মাত্র ২৯%। ৩৯% মহিলা মানসিকতার মিলকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। ১১% পুরুষ এবং মহিলা আর্থিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়েছেন।