ঋতু অনুয়ায়ী ত্বকের যত্ন ও পরিচর্যা ভিন্ন। তার মধ্যে গরমকালে ত্বকের বিশেষ রুপচর্চা প্রয়োজন হয়। সূর্যের তাপ এবং ধুলোবালির কারণে এই সময়ে ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্নর।
তবে নিয়মিত কয়েকটি বিষয় খেয়াল রাখলেই এই গরমেও আপনার ত্বকও ভালো থাকবে। চলুন জেনে নেওয়া যাক কি করা উচিত গরমকালে ত্বক ভালো রাখার জন্য।
১। টমেটো-
টমেটোর মতো প্রাকৃতিক ক্লিনজার কমই হয়। মুখের বাড়তি তেল শুষে নিয়ে ব্ল্যাকহেডস, ব্রণ দূরে রাখতে জুড়ি নেই টোমাটোর। ১ টা টমেটোকে আধখানা করে কেটে চটকে রসটা বের করে নিন। এরপরে তুলোয় করে পুরো মুখে মাখুন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ দিন করলেই দারুণ ফল পাবেন।
২। আলুর রস-
১ টি আলু নিয়ে ভালো করে পেস্ট করে আলুর রস বের করে নিন। এইবার তাতে অল্প জল মিশিয়ে নিন। রেডি আপনার প্যাক। ট্যান হয়ে যাওয়া অংশে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। তারপর জল দিয়ে দুয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন নিয়ম করে ব্যবহার করুন। তাছাড়া রোজ রাতে ঘুমানোর আগে ১৫ মিনিট আলুর রস মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। এতে ত্বক ভালো ও উজ্জ্বল থাকবে।
৩। শসার রস-
গরমে ত্বক শুষ্ক হয়ে পড়ে। তাই রূপচর্চা করা জরুরী। ত্বক তৈলাক্ত হলে বার বার মুখ পরিষ্কার করতে হবে। শসা বাটা এবং মসুরের ডাল বাটা দুটো পেস্ট করে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এতে মুখের তেলতেলে ভাব কেটে যাবে।
৪। ওটসের প্যাক-
এই ভ্যাপসা গরমে ত্বকে তেলের পরিমাণটা একটু বেশিই থাকে। ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা দূর করতে সিদ্ধ ওটস্, ডিমের সাদা অংশ, লেবুর রস এবং থেঁতো করা আপেল একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
৫। লেবুর রস-
সাধারণ পাতিলেবুর রস আপনার ত্বকের বাড়তি তৈলাক্তভাব কাটিয়ে তুলতে সাহায্য করবে। লেবুর রস, গোলাপজল আর গ্লিসারিন সমান পরিমাণে মিশিয়ে মুখে লাগান। ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। ব্রণ, গরমের ফুসকুড়ি কমিয়ে ত্বককে ভালো রাখবে।
রূপচর্চা সংক্রান্ত খবর পড়তে নজর রাখুন খবর অনলাইন