Homeজীবন যেমনমনের জোর পাচ্ছেন না? আত্মবিশ্বাস বাড়ানোর চাবিকাঠি আপনারই হাতে

মনের জোর পাচ্ছেন না? আত্মবিশ্বাস বাড়ানোর চাবিকাঠি আপনারই হাতে

প্রকাশিত

আত্মবিশ্বাস বাড়ানো জীবনে সবচেয়ে কঠিন কাজ। আত্মবিশ্বাস থাকলে জীবনে অনেক কঠিন কাজই খুব সহজে হয়ে যায়।

প্রত্যেকে মানসিক ভাবে আত্মবিশ্বাসী হন না। প্রত্যেককেই আত্মবিশ্বাস অর্জন করে নিতে হয়। তবে সব কাজটা এত সহজে হয় না। অনেক সময় ব্যক্তিগত অভিজ্ঞতা খারাপ হলে অনেকেরই আত্মবিশ্বাস কমে যায়। আবার অনেকেই আত্মবিশ্বাসহীনতায় ভোগে, নিজের ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই থাকে না। সে ক্ষেত্রেও আত্মবিশ্বাস বাড়ানো খুব কঠিন।

কীভাবে বাড়াবেন আত্মবিশ্বাস

নিজের কৃতিত্ব নিয়ে গর্ববোধ করুন

নিজের জীবনে যে সব কৃতিত্ব অর্জন করেছেন তা নিয়ে গর্ববোধ করুন। জীবনে সে রকমের পছন্দের বিষয় নিয়ে তালিকা তৈরি করুন। যখনই কিছু ভালো লাগার কাজ করবেন তখনই তা লিখে রাখুন। পরে যখন মন খারাপ হবে, আত্মবিশ্বাস কম থাকবে বা কোনো কিছু ভালো লাগছে না বা উৎসাহ পাচ্ছেন না বলে মনে হবে, তখন সেই তালিকায় চোখ বোলান।

যে কাজে পারদর্শী সেদিকে বিশেষ নজর দিন

প্রত্যেকেরই কিছু নিজস্ব শক্তি ও প্রতিভা থাকে। নিজে যে কাজে পারদর্শী সেটিকে সবচেয়ে আগে চিহ্নিত করুন। শুধু চিহ্নিত করাই নয়, প্রতিভার সঠিক বিকাশ ঘটান। তা হলেই আত্মবিশ্বাস বাড়বে।

নিজের লক্ষ্যমাত্রা স্থির করুন

নিজের লক্ষ্যমাত্রা স্থির করুন। সেটা পূরণ করতেও উদ্যোগী হন। বড়ো বড়ো লক্ষ্যমাত্রা নয় ছোটো ছোটো লক্ষ্যমাত্রা পূরণ করেও আত্মবিশ্বাস ফিরে আসবে।

মনে মনে নিজের সম্পর্কে ভালো কথা আওড়ে যান

আত্মবিশ্বাস বাড়াতে ‘সেলফ টক’ খুব দরকারি। ‘সেলফ টক’ মানে নিজের সঙ্গে কথা বলা। নিজের সম্পর্কে ইতিবাচক কথা মনে মনে অনবরত বলে যান। নিজেকে নিজের সবচেয়ে ভালো বন্ধু মনে করে ‘চিয়ার আপ’ করুন।

শখকে প্রাধান্য দিন

নিজের হবি তথা শখকে ভালোবাসুন। যেটা করতে আপনার ভালো লাগে, তাকে গুরুত্ব দিন, নিজের প্যাশন দিয়ে সেটা করুন। এতে যেমন দক্ষতা বাড়বে তেমনই মোটিভেটেডও হবেন।

অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন না

কখনও অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন না। এটা মোটেও স্বাস্থ্যকর নয়। ২০১৮ সালে ‘ব্যক্তিত্ব ও ব্যক্তিগত ফারাক’ (Personality and Individual Differences) শীর্ষক গবেষণাপত্রে বলা হয়, একজন ব্যক্তি নিজেকে কোন চোখে দেখে তার সঙ্গে অন্যের প্রতি তার মনে কতটা হিংসা আছে, তার সরাসরি সম্পর্ক আছে। যত বেশি হিংসার উদ্রেক হবে মনে, তত বেশি করে নিজের সম্পর্কে খারাপ ধারণা হবে। জীবন কোনো প্রতিযোগিতা নয়। অন্যের নয়, নিজের জীবনের ওপর ফোকাস করুন।

যাদের সঙ্গে বন্ধুত্ব করছেন তাদের ওপর নজর দিন

যাদের সঙ্গে বন্ধুত্ব করছেন তার ওপর বিশেষ নজর দিন। আমাদের চারপাশে থাকা মানুষরা আমাদের ওপর প্রভাব বিস্তার করে। তাই নেতিবাচক, নিন্দুকদের জীবন থেকে ছেঁটে ফেলুন। যারা আপনাকে ভালোবাসে, সব সময় আপনার থেকে সেরাটা চায়, তাদের কাছে থাকুন।

নিজের যত্ন নিন

নিজেকে ভালোবাসতে শিখুন। নিজের শরীর ও মনের খেয়াল রাখুন। নিজেকে যত্নে রাখলে তবেই আত্মবিশ্বাস বাড়বে। স্বাস্থ্যকর খাবার খান, শরীরচর্চা করুন, ভালো করে ঘুমোন, স্বাস্থ্যকর জীবনযাপন করুন। ভয় পাবেন না, ভয়ের মোকাবিলা করতে শিখুন। সবসময় শোলের গব্বর সিংয়ের কথা মনে রাখবেন – ‘যো ডর গয়া ওহ মর গয়া’। 

কেমন হয় আত্মবিশ্বাসে ভরপুর একজন মানুষ

নিজে যা মনে করেন সেটাই করে দেখান একজন আত্মবিশ্বাসী মানুষ। অন্যের পছন্দসই মন-জোগানো কাজ নয়, নিজের পথে হেঁটে কঠিন কাজ অনায়াসে করে ফেলেন আত্মবিশ্বাসী ব্যক্তি।

ঝুঁকি নিতে ভয় পান না আত্মবিশ্বাসী ব্যক্তি।

নিজের ভুল স্বীকার করতে ভয় পান না একজন আত্মবিশ্বাসী মানুষ।

ভুল থেকেই শিক্ষা নিয়ে নতুন পথে এগিয়ে যান তাঁরা। ভুল যেমন স্বীকার করেন তেমনই প্রশংসাও গ্রহণ করতে পারেন এমন ব্যক্তি।

ইতিবাচক চিন্তাভাবনা করেন আত্মবিশ্বাসে ভরপুর একজন মানুষ।

আরও পড়ুন

গঠনমূলক সামাজিকতা কীভাবে একাকিত্ব কাটিয়ে উঠতে সাহায্য করে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

পুজো উপলক্ষ্যে তনিশ্ক্-এর নতুন কালেকশন ‘আলো’ উন্মোচন করলেন মিমি চক্রবর্তী

টাটার অধীনস্থ তনিশ্ক্ পূজোর জন্য তাদের অনন্য কালেকশন 'আলো' উন্মোচন করল। প্রখ্যাত অভিনেত্রী মিমি চক্রবর্তী এক বিশেষ অনুষ্ঠানে এই কালেকশনটি উন্মোচন করেন।

সিনেমা, সিরিয়াল, ওটিটি সিরিজে দেখানো হিংসা কী প্রভাব ফেলে কমবয়সিদের ওপর, কী বলছে সমীক্ষা

সিনেমা, সিরিয়াল, ওটিটি সিরিজে প্রদর্শিত হিংসা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। এইসব মাধ্যমে দেখানো হিংসা...

বিপদ থেকে বাঁচতে কীভাবে ফোনের মাধ্যমে এসওএস ফিচার ব্যবহার করবেন

আজকালকার দিনে শুধু মহিলারাই বিপদে পড়েন না। বিপদ তো বলে কয়ে আসে না। তাই...