Homeকেনাকাটা৯০০ টাকার মধ্যে কার্গো প্যান্ট কিনবেন? এই ১০ টি ব্র্যান্ড থেকে নিতে...

৯০০ টাকার মধ্যে কার্গো প্যান্ট কিনবেন? এই ১০ টি ব্র্যান্ড থেকে নিতে পারেন পছন্দের কার্গো প্যান্ট

প্রকাশিত


কার্গো প্যান্ট হল এমন ট্রাউজার বা প্যান্ট, যার পায়ের পাশে একাধিক বড় পকেট থাকে। এই প্যান্ট প্রাথমিকভাবে সামরিক বাহিনীর পরার উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছিল। ডিউটির সময় বিভিন্ন সরঞ্জাম সরবরাহ ও বহন করার জন্য সামরিক বাহিনীর সদস্যরা এমন পকেটওয়ালা প্যান্ট পরতেন। তবে পরবর্তী সময় তরুণদের ফ্যাশনে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে কার্গো প্যান্ট।

১। ক্রাসা মেন্স কার্গো জগার্স-

কটন মেটিরিয়ালের কার্গো প্যান্টটির রঙ ড্রস্ট্রিং। কার্গো জগার্সটি ধোয়ার সময় ওয়াশিং মেশিনে ধুতে হবে।

দাম- ৪৯৯ টাকা।

২। লিমিও মেন কার্গো প্যান্ট-

কটন মেটিরিয়ালের কার্গো প্যান্টটি লুস ফিট টাইপের।

দাম- ৬৯৯ টাকা।

৩। অ্যাডবাক্স মেন্স কার্গো স্টাইল প্যান্ট-

কটন মেটিরিয়ালের কার্গো স্টাইলের প্যান্টটি ইলাস্টিক টাইপের।

দাম- ৭৫৯ টাকা।

৪। ম্যানিয়েক মেন্স কার্গো-

কটন কাপড়ের কার্গো প্যান্টটি রেগুলার স্টাইলের।

দাম- ৬৯৯ টাকা।   

৫। মনট্রেজ মেন কার্গো ট্রাউসার-

মনট্রেজের কার্গো ট্রাউসারটি কটন কাপড়ের। যে কোনও অনুষ্ঠানে এই কার্গো ট্রাউসারটি পরা যাবে।

দাম- ৭৯৯ টাকা।   

৬। দ্য ইন্ডিয়ান গ্যারেজ কো মেন কার্গোস-

এই কার্গো প্যান্টটি স্ট্যান্ডার্ড লেন্থের।

দাম- ৬৯৩ টাকা।

৭। অ্যামাজন ব্র্যান্ড মেন্স স্ট্রেচ কার্গো প্যান্ট-

কটন ব্লেন্ডের কার্গো প্যান্টটি স্লিম স্টাইলের।

দাম- ৮৪৭ টাকা।

৮। আধার স্লিম ফিট কটন কার্গো প্যান্ট-

কার্গো স্টাইলের এই প্যান্টটি অ্যাঙ্কেল লেন্থের।

দাম- ৬৯৯ টাকা।

৯। ডিভিলা সলিড কার্গো প্যান্ট-

এই কার্গো প্যান্টের রঙ পুল অন টাইপের।

দাম- ৬৯৯ টাকা।

১০। আহবান মেন্স কার্গো প্যান্ট-

কটন ব্লেন্ডের কার্গো প্যান্টটি লং লেন্থের। যে কোনও অনুষ্ঠানে এই কার্গো প্যান্টটি পরা যাবে।

দাম- ৬৯৯ টাকা।

আরও পড়ুন: ৬০০ টাকার মধ্যে এই ১০ টি ব্র্যান্ড থেকে নিতে পারেন পছন্দের কো-অর্ড সেট

সাম্প্রতিকতম

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আরও পড়ুন

এই ৮ টি ব্র্যান্ড থেকে ৪৫০ টাকার মধ্যে নিতে পারেন পছন্দের ব্যাগি ফিট টি-শার্ট

টি শার্ট এমন একটি পোশাক যা ছেলে মেয়ে নির্বিশেষে এখন সকলের পরিধানের অংশ। বর্তমানে টি-শার্ট মানেই ফ্যাশন। অন্য যে কোনও  সময়ের তুলনায় গরমে টি-শার্টের চাহিদা থাকে বেশি। আর বর্তমানের ফ্যাশন অনুরাগী মেয়েরা টি শার্ট এর দিকে ঝুকবে না, তা তো হতেই পারে না।

৮০০ টাকার মধ্যে  এই ৮ টি ব্র্যান্ড থেকে কিনতে পারেন ঘর সাজানোর সামগ্রী  

ঘর সাজাতে ফার্নিচার বা আসবাবত্রের বিকল্প নেই। তার মানে এই নয় ঘরে ঠাসা থাকবে আসবাবপত্র। এমন ঘর দেখতে সবসময় ভালো না।

৯০০ টাকার মধ্যে এই ৮ টি ব্র্যান্ড থেকে নিতে পারেন মেন্স কো-অর্ড সেট

ফ্যাশন এখন শুধু টি-শার্ট, পাঞ্জাবি, শার্ট এবং জ্যাকেটের মধ্যেই সীমাবদ্ধ নেই৷ বর্তমানে ছেলেরা আগের চেয়ে অনেক বেশি ফ্যাশন সচেতন৷ পুরোনো ফ্যাশন স্টেটমেন্ট নতুন ভাবে ফিরে আসছে নতুন কনসেপ্টে৷