Homeখবরবাংলাদেশকারফিউতেও জারি মৃত্যু, ঢাকায় অন্তত ৭ জন নিহত

কারফিউতেও জারি মৃত্যু, ঢাকায় অন্তত ৭ জন নিহত

প্রকাশিত

কোটা আন্দোলন নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে হাসিনা সরকার। সেই কারফিউ চলাকালীন ঢাকাতে ৭জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপক হিংসার পর মধ্যরাতে কারফিউ জারি করা হয়। মোতায়েন করা হয় সেনা। এই কারফিউয়ের মধ্যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।

এই আন্দোলনে গত চারদিন ১১০ জনের মৃত্যু হয়েছে বলে বিবিসি বাংলা জানিয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজের সূত্র উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, শনিবার সেখানে সাতজনের মৃতদেহ আনা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে আনা হয় যাত্রাবাড়ি এলাকা থেকে। মৃতদের মধ্যে এক জন পুলিশ কর্মীও রয়েছে।

যাত্রাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে দফায় সংঘর্ষ চলে আন্দোলনকারীদের। এই সংঘর্ষে এক জনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় দুঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ।
কোটা আন্দোলনের সমন্বয়কারী নাহিদ ইসলামকে আটক করে পুলিশ। তাঁকে কোথায় রাখা হয়েছে তা জানা যায়নি। শুক্রবার নাহিদ ইসলাম খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার তাঁর এক বন্ধুর বাড়িতে ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে নাহিদের এক বন্ধু বিবিসি বাংলাকে জানিয়েছেন, রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল এলে নাহিদ স্বেচ্ছায় বাড়ির নিচে নেমে আসে। ওই পুলিশকর্মীদের সঙ্গে সেখানে সাদা পোশাকের গোয়েন্দারাও ছিল বলেও জানান তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে জানার চেষ্টা করা হয় কোথায় তাঁকে রাখা হয়েছে। কিন্তু কোনও খোঁজ পাওয়া যায়নি।

কোটা সংস্কার আন্দোলন:  বাংলাদেশে কারফিউ দেশ জুড়ে, সেনা মোতায়েন

ঢাকার প্রগতি সরণিজুড়ে শনিবারও থমথমে পরিস্থিতি ছিল। বেলা গড়ালেও সেখানে স্বাভাবিক লোক চলাচল দেখা যায়নি। জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে সাধার মানুষকে দুর্ভোগ পডতে হয়েছে।
নতুনবাজার-বাড্ডা-রামপুরার বিভিন্ন গলিতে মানুষজনের জটলা দেখা গেছে। কিন্তু তাদেরকে মূল রাস্তা দাঁড়াতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। অনেক জায়গায় গলিতে ঢুকে ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়তে দেখা গেছে নিরপত্তাকর্মীদের।

বেলা ১২টায় রাজধানীর গুলশান-বাড্ডা লিঙ্ক রোডের বিভিন্ন গলিতে ঢুকে পুলিশকে ফাঁকা গুলি ছুড়েছে। এ সময় সেখানে সেনাবাহিনীকে দেখতে পাওয়া যায়নি। মূল সড়ক ধরে বিচ্ছিন্নভাবে হেঁটে যাওয়া বেশ কয়েকজন পথচারীকে লাঠিচার্জ করে সরিয়ে দিতে দেখা গেছে পুলিশকে।

হাসিনার বিদেশ সফর বাতিল

দেশের বর্তমান পরিস্থিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব নির্ধারিত স্পেন ও ব্রাজিল সফর বাতিল করা হয়েছে। শুক্রবার বিদেশমন্ত্রক থেকে এ খবর জানানো হয়েছে। হাসিনার ২১ থেকে ২৩শে জুলাই স্পেনে এবং সেখান থেকে ২৪ থেকে ২৭শে জুলাই ব্রাজিলে সফরে থাকার কথা ছিল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

‘অন্তর্বর্তী সরকারের উচিত আত্মসমীক্ষা করা’, খাগড়াছড়ি হিংসায় ভারতের যোগ থাকার অভিযোগ উড়িয়ে দিল দিল্লির

চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় সহিংসতায় ভারতের যোগ থাকার অভিযোগ অস্বীকার করল নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, অভিযোগগুলি মিথ্যা ও ভিত্তিহীন। অন্তর্বর্তী সরকারের উচিত স্থানীয় উগ্রবাদীদের বিরুদ্ধে তদন্ত করা।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: প্রথম ওভারেই জোড়া ধাক্কা মারুফার, অভিষেক ম্যাচে অর্ধশত রুবিয়ার, পাকিস্তানকে সহজেই হারাল বাংলাদেশ

পাকিস্তান: ১২৯ (৩৮.৩ ওভারে) (রমিন শামিম ২৩, শোরনা আকতার ৩-৫, নাহিদা আকতার ২-১৯, মারুফা...

রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ, সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ

রাষ্ট্রপুঞ্জে বক্তৃতার সময় বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের একাংশের অভিযোগ, তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে।