Homeখবরবাংলাদেশবাংলাদেশের নতুন হাই কমিশনার নিয়োগে ভারতের অনুমোদনের অপেক্ষায় ঢাকা

বাংলাদেশের নতুন হাই কমিশনার নিয়োগে ভারতের অনুমোদনের অপেক্ষায় ঢাকা

প্রকাশিত

ভারতে বাংলাদেশের নতুন হাই কমিশনার নিয়োগের জন্য ভারত সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে ঢাকা। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “আমরা ভারতের উত্তরের অপেক্ষায় আছি। তবে এটি স্বাভাবিক সময়ের মধ্যেই রয়েছে। নির্দিষ্ট কোনও সময়সীমা না থাকলেও, সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে।”

শেখ হাসিনার নাগরিকত্ব নিয়ে জল্পনা

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় নাগরিকত্ব গ্রহণের বিষয়ে প্রশ্ন করা হলে, মুখপাত্র জানান, “সরকারের কাছে এ বিষয়ে কোনও তথ্য নেই। এটি সম্পূর্ণ ভারত সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।”

শেখ হাসিনার ভিসা নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি আরও জানান, কোনও ব্যক্তির পাসপোর্ট বাতিল হওয়ার পরে ভিসার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার প্রয়োজন হয় না। উল্লেখ্য, বাংলাদেশের পাসপোর্ট বিভাগ ৯৭ জন ব্যক্তির পাসপোর্ট বাতিল করেছে, যাঁদের মধ্যে শেখ হাসিনার নামও রয়েছে। তাঁদের বিরুদ্ধে জুলাই মাসে হত্যাকাণ্ড ও গুমের অভিযোগ রয়েছে।

হাসিনার অবস্থান নিয়ে বিতর্ক

গত বছরের আগস্টে গণআন্দোলনের জেরে পদত্যাগের পর শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন এবং তখন থেকে ভারতে থাকছেন। ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার তাঁর প্রত্যর্পণের জন্য একটি নোট ভারবাল পাঠিয়েছে। তবে এখনও ভারতের তরফ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি।

দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গে

দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি এবং অন্যান্য নথিপত্র সম্পর্কে জানতে চাইলে, মুখপাত্র জানান, “সমস্ত প্রাসঙ্গিক নথি ইতিমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে।”

শেখ হাসিনার বর্তমান অবস্থান এবং নাগরিকত্ব নিয়ে বিতর্ক দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের নতুন হাই কমিশনারের নিয়োগের প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন হবে, তা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার গুরুত্ব আরও বাড়ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

প্রয়াত লেখক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, বয়স হয়েছিল ৯৪

লেখক, গবেষক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই। ৯৪ বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বামপন্থী আন্দোলন ও গবেষণা জগতে শোকের ছায়া।

বাংলাদেশের গোয়ালন্দে মৃত ধর্মগুরুর দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দিল মৌলবাদীরা, দেশজুড়ে সমালোচনার ঝড়

বাংলাদেশের গোয়ালন্দে মৃত পীর নুরুল হকের দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনা। ঘটনায় উত্তাল দেশ, প্রতিবাদে সরব হলেন লেখিকা তসলিমা নাসরিন।

কলকাতার উপনগরীতে আওয়ামী লীগের ‘গোপন দফতর’, ভার্চুয়ালে চলছে দলীয় কর্মকাণ্ড

কলকাতা লাগোয়া উপনগরীতে গোপন পার্টি অফিস খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাইরে কোনো সাইনবোর্ড বা ছবি নেই। ভারতে আশ্রয় নেওয়া শীর্ষ নেতারা এখান থেকেই ভার্চুয়ালে চালাচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ড।