Homeখবরবাংলাদেশকোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, সংরক্ষণ ৭ শতাংশে বেঁধে দিল বাংলাদেশ সুপ্রিম...

কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, সংরক্ষণ ৭ শতাংশে বেঁধে দিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট

প্রকাশিত

বাংলাদেশের সরকারি চাকরির কোটা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হাই কোর্টের আগের রায় বাতিল করে, সর্বোচ্চ আদালত জানিয়েছে, সরকারি চাকরিতে কেবলমাত্র ৭ শতাংশ আসন সংরক্ষিত থাকবে, আর বাকি ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে পূরণ করা হবে। 

আদালতের রায় অনুযায়ী, মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সংরক্ষণ কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর আগে তারা ৩০ শতাংশ সংরক্ষণের সুবিধা পেতেন। বাকি ২ শতাংশের মধ্যে ১ শতাংশ অনগ্রসর শ্রেণি এবং অপর ১ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য সংরক্ষিত থাকবে। আদালত আন্দোলনরত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার নির্দেশও দিয়েছে।

সরকারের তরফে আদালতে জানানো হয়, ২০১৮ সালে সংরক্ষণ নিয়ে নেওয়া নীতিগত সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করতে পারে না। তবে, হাই কোর্টের রায়কে ‘স্ববিরোধী’ বলে উল্লেখ করা হয়।

১৯৭২ সাল থেকে বাংলাদেশে সংরক্ষণ ব্যবস্থা চালু রয়েছে। তখন সরকারি চাকরির ৫৬ শতাংশ আসন সংরক্ষিত ছিল। এই ৫৬ শতাংশের মধ্যে মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য ৩০ শতাংশ, নারীদের জন্য ১০ শতাংশ, বিভিন্ন জেলার জন্য ১০ শতাংশ, জনজাতিদের জন্য ৫ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ সংরক্ষিত ছিল।

২০১৮ সালে সংরক্ষণ সংস্কারের দাবিতে ব্যাপক আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য ৩০ শতাংশ, নারীদের জন্য ১০ শতাংশ এবং জেলা খাতে ১০ শতাংশ সংরক্ষণ বাতিল করেন। রাখা হয় শুধু জনজাতিদের ৫ শতাংশ এবং প্রতিবন্ধীদের ১ শতাংশ সংরক্ষণ।

এই সিদ্ধান্তের বিরোধিতা করে ২০২১ সালে সাত জন মুক্তিযোদ্ধার পরিবার হাই কোর্টে মামলা করে। হাই কোর্ট সেই রায়ে সরকারের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে এবং পুরনো সংরক্ষণ ব্যবস্থা পুনর্বহাল করে। এরপর দেশজুড়ে নতুন করে আন্দোলন শুরু হয় এবং পুলিশ-ছাত্র সংঘর্ষে ১৫১ জনের মৃত্যু হয়।

এই পরিস্থিতিতে সরকার সুপ্রিম কোর্টে আপিল করে। সুপ্রিম কোর্টের রায়ে হাই কোর্টের রায় খারিজ করে দেওয়া হয় এবং নতুন নির্দেশ অনুযায়ী কোটা ব্যবস্থার সংস্কার করা হয়। সরকারকে দ্রুত এই নতুন ব্যবস্থা কার্যকর করার জন্য বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

প্রয়াত লেখক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, বয়স হয়েছিল ৯৪

লেখক, গবেষক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই। ৯৪ বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বামপন্থী আন্দোলন ও গবেষণা জগতে শোকের ছায়া।

বাংলাদেশের গোয়ালন্দে মৃত ধর্মগুরুর দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দিল মৌলবাদীরা, দেশজুড়ে সমালোচনার ঝড়

বাংলাদেশের গোয়ালন্দে মৃত পীর নুরুল হকের দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনা। ঘটনায় উত্তাল দেশ, প্রতিবাদে সরব হলেন লেখিকা তসলিমা নাসরিন।

কলকাতার উপনগরীতে আওয়ামী লীগের ‘গোপন দফতর’, ভার্চুয়ালে চলছে দলীয় কর্মকাণ্ড

কলকাতা লাগোয়া উপনগরীতে গোপন পার্টি অফিস খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাইরে কোনো সাইনবোর্ড বা ছবি নেই। ভারতে আশ্রয় নেওয়া শীর্ষ নেতারা এখান থেকেই ভার্চুয়ালে চালাচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ড।