কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ, ও তাদের প্রাক্তনী সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হল একুশের শ্রদ্ধা নিবেদন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে প্রতীকি মশালযাত্রা, “সংযোগ ২০২৩” এর সূচনা হল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উদ্বোধক সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতার অধ্যক্ষ রেভ. ফাদার ড. ডমিনিক স্যাভিও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মশিউর রহমান, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং বাংলাদেশের এপেক্স গ্রুপের কর্ণধার ও একই সঙ্গে সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সইদ মনজুর ইলাহি।
এছাড়াও ছিলেন ফিরদৌসুল হাসান, সম্পাদক, সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাক্তনী সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও প্রাক্তনীবৃন্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর ভাষণে যেমন ভারত-বাংলাদেশ মৈত্রী সুদৃঢ় করার এই ঐকান্তিক প্রয়াসকে সাধুবাদ জানান, তেমনই সেন্ট জেভিয়ার্সের অধ্যক্ষ তুলে ধরেন মাতৃভাষার গুরুত্ব এবং তাকে আন্তর্জাতিক পর্যায়ে উত্তরণে বাংলাদেশের অবদানকে।
শ্রদ্ধা জানানো হয় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের রচয়িতা ভাষা সৈনিক প্রয়াত আব্দুল গফফর চৌধুরীকে। এরই মাঝে সেন্ট জেভিয়ার্সের ছাত্রছাত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদ কর্তৃক পরিবেশিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। যে প্রতীকি মশাল শহীদ মিনারের পাদদেশে প্রজ্জ্বলনের মাধ্যমে “সংযোগ ২০২৩” র সূচনা হল, তা ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাঙ্গণে সমাপ্তি অনুষ্ঠানে রাখা হবে। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ‘সংযোগ’-এর উপদেষ্টা দীপন দাস।