Homeখবরবাংলাদেশ'বয়কট ইন্ডিয়া' জাঁকিয়ে বসছে বাংলাদেশে, শিকড় কোথায়

‘বয়কট ইন্ডিয়া’ জাঁকিয়ে বসছে বাংলাদেশে, শিকড় কোথায়

প্রকাশিত

‘বয়কট ইন্ডিয়া’। কয়েক মাস ধরেই এই ডাক তুলেছে বাংলাদেশের একটি মহল। চতুর্থ বারের জন্য শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এই আন্দোলন। ঠিক কী কারণে ‘বয়কট ইন্ডিয়া’য় সরব বাংলাদেশের একাংশ।

চলতি বছরের শুরুতেই ছিল বাংলাদেশের সাধারণ নির্বাচন। সেই নির্বাচন বয়কট করে বিরোধী দল বিএনপি। তার পর থেকেই বিভিন্ন ভারতীয় পণ্য বর্জনের ডাক আরও জোরালো হয় বাংলাদেশে। জানা যায়, কিছু সমাজকর্মী এবং প্রভাবশালীদের শুরু করা এই আন্দোলনে বিরোধী রাজনীতিকদের একাংশেরও সমর্থন রয়েছে। এ ছাড়া আমেরিকা এবং বিদেশে থাকা বিভিন্ন বাংলাদেশিরা এই আন্দোলনের পিছনে মদত দিচ্ছেন বলে অভিযোগ।

এখন তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘বয়কট ইন্ডিয়া’-র ব্যাপক প্রভাব। ফেসবুক, এক্স (আগের টুইটার)-এর মতো সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি নাগরিকদের একটা অংশের উৎসাহের বড়ো কারণ হয়ে দাঁড়িয়েছে এই ‘বয়কট ইন্ডিয়া’। এই প্রচারের সঙ্গে যুক্তরা দাবি করেন যে ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার জন্য সমর্থন করছে। কারণ এর নেপথ্যে রয়েছে ভারতের বাণিজ্যিক স্বার্থ।

বিরোধী দল বিএনপি-র বেশ কিছু নেতা ‘বয়কট ইন্ডিয়া’ আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। যদিও দলের তরফে এ বিষয়ে এখনও অবস্থান স্পষ্ট করা হয়নি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদ মাধ্যমের কাছে জানান, দলের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। কিছু নেতা এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত, দলের তরফে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। তবে এটাও সত্যি যে এটা নিয়ে সাধারণ মানুষের প্রবল উৎসাহ দেখাচ্ছেন এবং বিএনপি-র কিছু নেতা এটাকে সমর্থন করছেন।

ওয়াকিবহাল মহলের মতে, এই আন্দোলনের সঙ্গে ভারত-বিরোধী মনোভাব ছড়িয়ে দেওয়ার সম্পর্ক রয়েছে। ভারতে বিশ্বকাপ চলার সময় ও শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী পদে বসার পর সেদেশের বিএনপি-সহ বিরোধী নেতারা বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব ছড়িয়ে দিতে চাইছিলেন। ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা শেখ হাসিনাকে আক্রমণ করে বাংলাদেশের সাধারণ মানুষের সহানুভূতি কুড়োতে চাইছিলেন। আর তাতেই জড়িয়ে পড়েন ‘অ-রাজনৈতিক’ মনোভাবাপন্নরা। আন্দোলনকারীরা বাংলাদেশের মানুষের কাছে ভারতীয় পণ্য বয়কট করার আবেদন জানান। যা বর্তমানে ব্যাপক আকার ধারণ করেছে।

অনেকের মতে, বয়কট ইন্ডিয়া, ভারতীয় পণ্য বর্জনের রাজনীতি নতুন কিছু না। ভারতীয় পণ্য বর্জনের প্রচারণাকে পাকিস্তান আমলে বস্তাপচা নোংরা রাজনীতির সঙ্গে তুলনাও করছেন অনেকে। সেই বস্তাপচা রাজনীতিই আবার নতুন করে আমদানি করা হচ্ছে মাত্র।

আরও পড়ুন: ভোটের জন্য এগিয়ে এল গরমের ছুটি, কত দিন বন্ধ থাকবে স্কুল

সাম্প্রতিকতম

শুরু হতে চলেছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ও শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের তৃতীয় বছরের অভিনয় পাঠ্যক্রম

অজন্তা চৌধুরী শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের অভিনয় পাঠ্যক্রম এ বার তৃতীয় বর্ষে। দেখতে দেখতে তারা...

ইরানে আমেরিকার হামলা, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী! বিশ্বজুড়ে তেল-সংকটের আশঙ্কা, চিন্তায় ভারত

ইরানে মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিল তেহরান। বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ৯০ ডলার, চরম সঙ্কটে পড়তে পারে ভারত।

১০ জনের বেশি সদস্য? বাড়তি রেশন দিতে উদ্যোগী রাজ্য, ই-কেওয়াইসি নিয়েও নয়া নির্দেশ

পরিবারে ১০ জনের বেশি সদস্য থাকলে বাড়তি রেশন দেওয়ার পথে হাঁটছে খাদ্যদপ্তর। ই-কেওয়াইসি না হলেও প্রকৃত গ্রাহকদের রেশন বঞ্চনার বিরুদ্ধে কড়া নজর।

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

আরও পড়ুন

অর্থনীতির রসাতলে বাংলাদেশ! গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্প ধ্বংসের মুখে, ‘৭১ সালের যুদ্ধের সঙ্গে তুলনা শিল্পপতিদের

বাংলাদেশে চলছে গভীর রাজনৈতিক সঙ্কটের পাশাপাশি এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়। গ্যাস ও বিদ্যুৎ ঘাটতিতে শিল্পপ্রতিষ্ঠান বন্ধ, ছাঁটাই, ও ঋণখেলাপির আশঙ্কায় শীর্ষ উদ্যোক্তারা হুঁশিয়ারি দিয়েছেন—সরকার দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হতে পারে।

ঢাকা ছাড়লেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ, হঠাৎ ছুটিতে ফেরায় জল্পনা তুঙ্গে

বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার সইয়্যদ আহমেদ মারুফ হঠাৎ ছুটিতে ঢাকা ত্যাগ করায় কূটনৈতিক মহলে জোর জল্পনা। কী কারণে এই আকস্মিক পদক্ষেপ, তা ঘিরে প্রশ্ন উঠছে।

বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করল ভারত, উত্তপ্ত হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক

বাংলাদেশের অন্তর্বর্তী নেতা মুহাম্মদ ইউনুসের বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের স্বার্থ রক্ষায় ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করল নয়া দিল্লি। শেখ হাসিনার প্রত্যর্পণ, সংখ্যালঘুদের উপর হামলার ইস্যুতে আরও তীব্র হচ্ছে উত্তেজনা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে