Homeশিল্প-বাণিজ্যআইটিআর ফাইল করুন যত দ্রুত সম্ভব, সময়সীমা বাড়ানোর কথা ভাবছে না কেন্দ্র

আইটিআর ফাইল করুন যত দ্রুত সম্ভব, সময়সীমা বাড়ানোর কথা ভাবছে না কেন্দ্র

প্রকাশিত

যত দ্রুত সম্ভব আয়করদাতাদের নিজের আয়কর রিটার্ন (income tax return) দাখিল করতে বললেন কেন্দ্রীয় রাজস্বসচিব সঞ্জয় মলহোত্র। আইটিআর দাখিলেন শেষ তারিখ আগামী ৩১ জুলাই। সচিব জানান, আপাতত ওই সময়সীমা বাড়ানোর কথা ভাবছে না অর্থমন্ত্রক।

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় রাজস্বসচিব বলেছেন, “আমরা আশা করি যে ফাইলিং গত বছরের তুলনায় বেশি হবে… এটা যে গত বছরের থেকে বেশি হবে, সে ব্যাপারে আমরা আশাবাদী”।

গত ২০২২ সালের ৩১ জুলাই পর্যন্ত প্রায় ৫.৮৩ কোটি আয়কর রিটার্ন দাখিল করা হয়েছিল। ওই দিনটিই ছিল ২০২২-২৩ মূল্যায়ন বছরের রিটার্ন দাখিলের শেষ দিন।

তাঁর কথায়, “আমরা আয়কর রিটার্ন দাখিলকারীদের ধন্যবাদ জানাতে চাই কারণ আইটিআর ফাইলিং গত বছরের তুলনায় অনেক দ্রুত গতিতে হয়েছে। আমরা তাদের শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা না করার বা কোনো এক্সটেনশনের আশা না করার পরামর্শ দেব। ৩১ জুলাইয়ের সময়সীমা দ্রুত এগিয়ে আসছে, ফলে যতটা দ্রুত সম্ভব আইটিআর দাখিল করে নিন”।

কর সংগ্রহের লক্ষ্য সম্পর্কে, মলহোত্র এখনই তেমন কোনো জোরালো মন্তব্য করেননি। তিনি বলেন, “এটা লক্ষ্যমাত্রার বৃদ্ধির হারের সঙ্গে কমবেশি সঙ্গতিপূর্ণ, যা ১০.৫ শতাংশ। পণ্য ও পরিষেবা কর (জিএসটি) বৃদ্ধির হার এখনও পর্যন্ত ১২ শতাংশ। এটা এখন পর্যন্ত বরং নেতিবাচক। তবে সামগ্রিকভাবে এখনই বলার মতো সময় আসেনি। আমরা মনে করি আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হওয়া উচিত”।

২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট অনুযায়ী, চলতি অর্থবছরে ৩৩.৬১ লক্ষ কোটি টাকার মোট কর প্রাপ্তির আশা করছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: বন্ধন ব্যাঙ্কের খুচরো ঋণ ব্যবসায় ব্যাপক বৃদ্ধি, শেষ ত্রৈমাসিকে বাড়ল ৮৭ শতাংশ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।