উত্তপ্ত ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া। প্রেসিডেন্ট প্যালেস থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, ন্যাশনাল কংগ্রেসে হামলা চালায় দেশের প্রাক্তন প্রেসিডেন্ট জইর বোলসেনারোর সমর্থকরা। যদিও এই অভিযোগে নাকচ করে দিয়েছেন বোলসেনারো। ব্রাজিল উত্তপ্ত হলেও আমেরিকায় রয়েছেন বোলসেনারো। সূত্র মারফত জানা যাচ্ছে, ফ্লোরিডার এক হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
সূত্র মারফত জানা যাচ্ছে, পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে ডানপন্থী এই নেতাকে। ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালীন ছুরির আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।
এদিকে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ব্রাজিলের রাজধানী। হামলার ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। রবিবারই ব্রাসিলিয়ার গভর্নরকে সাসপেন্ড করা হয়েছে। উল্লেখ্য, লুলাকে প্রেসিডেন্ট পদে চ্যালেঞ্জ করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট জইর বোলসেনারো ও তাঁর সমর্থকরা। এই মর্মে সামরিক হস্তক্ষেপের দাবি জানিয়ে রবিবার প্রায় ৩ হাজারেরও বেশি ডানপন্থী সমর্থকরা প্রেসিডেন্ট প্যালেস, কংগ্রেস ও সুপ্রিম কোর্টে ঢুকে পড়ে। এই একই ছবি দেখা গিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের জয়ের পর। ক্যাপিটল হিলে ঢুকে পড়ে বিক্ষোভ দেখায় ট্রাম্পের সমর্থকরা। সেই ছবিই এবার ব্রাজিলে।