Homeখবরবিদেশগাজায় পণবন্দিদের মুক্তি নিয়ে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি! তা হলে...

গাজায় পণবন্দিদের মুক্তি নিয়ে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি! তা হলে কি শীঘ্রই যুদ্ধ শেষ হবে?

প্রকাশিত

ইজরায়েলে হামাসের হামলার পর কেটে গিয়েছে ৪৬ দিন। তার পর থেকেই গাজায় সশস্ত্র সংগঠনের ঘাঁটিতে ইজরায়েলের তৎপরতা অব্যাহত রয়েছে। তবে এই সময়ের মধ্যে বিপুল সংখ্যক প্যালেস্তেনীয় সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় উদ্বিগ্ন আন্তর্জাতিক গোষ্ঠীগুলি। এ দিকে হামাস পলিটব্যুরো প্রধান মঙ্গলবার দাবি করেছেন যে তাঁরা কাতারের মধ্যস্থতায় ইজরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছেন, পণবন্দিদের নিরাপদ মুক্তির বিনিময়ে শীঘ্রই যুদ্ধবিরতি চুক্তি সম্ভব। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ভালো খবর পাওয়া যাবে। এ দিকে, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, উভয় পক্ষ শীঘ্রই যুদ্ধবিরতির ঘোষণা দিতে পারে।

গভীর রাতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন নেতানিয়াহু। সব ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও ডাকা হয়েছে। হামাস ৫০ জন পণবন্দিকে মুক্তি দেবে বলে ধারণা করা হচ্ছে। উল্টো দিকে, ইজরাইলও কিছু প্যালেস্তেনীয়কে মুক্তি দেবে। তাদের মধ্যে শুধু শিশু ও মহিলাও থাকবে। কিন্তু যুদ্ধ থামতে আর কতদিন? সেই সিদ্ধান্ত এখনও বিবেচনাধীন।

এরই মধ্যে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া মঙ্গলবার সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘আমরা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছেই রয়েছি।’’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যমও মঙ্গলবার গাজ়া ভূখণ্ডে দু’তরফের সম্ভাব্য সংঘর্ষবিরতি চুক্তির ইঙ্গিত দিয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবিও বক্তব্যেও সেই ইঙ্গিত মিলেছে। তিনি বলেন, ‘‘আমাদের বিশ্বাস, আমরা কাছাকাছি আসছি।’’

তবে, ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে যে ইজরাইল প্যালেস্তেনীয় বন্দিদের বিনিময়-সহ যুদ্ধবিরতিতে রাজি হবে কিনা, সেটাই দেখার বিষয়। এর আগেও হামাসের তরফে পণবন্দিদের মুক্তির বিনিময়ে গাজায় ইজরায়েলি হামলা বন্ধের শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা খারিজ করে দিয়েছিলেন। তবে এ বার পরিস্থিতি কিছুটা আলাদা।

অন্যদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, পণবন্দিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো যাবে বলে সোমবার আস্থা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। ৭ অক্টোবর ইজরায়েলে হামলায় প্রায় ২৪০ জনকে পণবন্দি করেছিল হামাস। পণবন্দি পরিবারগুলোর চাপে রয়েছে ইজরায়েলি সেনাবাহিনী।

আরও পড়ুন: ২৪০ ঘণ্টা পার! প্রকাশ্যে এল উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের প্রথম ভিডিও

সাম্প্রতিকতম

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

হাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা চরম সংকটের মুখে। দল পুনর্গঠনের লক্ষ্যে রয়েছে একতা ও ভবিষ্যতের পরিকল্পনা।

আরও পড়ুন

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

কেমব্রিজশায়ারে আবিষ্কৃত রোমান যুগের কবরস্থান, মৃতদেহের চারপাশে বিরল জিপসামের হদিশ

কেমব্রিজশায়ারে রোমান যুগের এক কবরস্থান আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। যেখানে একটি ব্যতিক্রমী সমাধির সন্ধান মিলেছে।...

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশে স্থগিতাদেশ, ট্রাম্পের নির্দেশ ‘অসাংবিধানিক’ বলল ফেডারাল আদালত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করার নির্বাহী আদেশে সাময়িক স্থগিতাদেশ জারি...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে