ইজরায়েল-হেজবোল্লা উত্তেজনা ক্রমশ বাড়ছে, আর এর মধ্যে বৃহস্পতিবার ভারত সরকার লেবাননে থাকা সকল ভারতীয় নাগরিককে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, “সাম্প্রতিক ঘটনাবলী এবং অঞ্চলে সম্ভাব্য হুমকির পরিপ্রেক্ষিতে, ভারতীয় নাগরিকদের লেবাননে যাত্রা করা থেকে বিরত থাকতে জোরালোভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।”
সরকার আরও জানিয়েছে, “যারা লেবাননে থাকবেন, তাদের প্রতি কঠোর সাবধানতা অবলম্বন, চলাফেরা সীমিত রাখা এবং বৈরুতের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। দূতাবাসের ইমেল আইডি cons.beirut@mea.gov.in অথবা জরুরি ফোন নম্বর +96176860120 এর মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে।”
হামাস প্রধান হত্যার পর ইজরায়েলে ‘সরাসরি’ হামলার নির্দেশ ইরানের খামেনির
এই সতর্কতা জারি করা হয়েছে হেজবোল্লার সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকরের ইজরায়েলি হামলায় মৃত্যু এবং তার কয়েক ঘণ্টা পরেই তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়েহর নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে। এই ঘটনার পর গাজায় চলমান যুদ্ধ একটি অঞ্চলে-ব্যাপী সংঘাতে রূপান্তরিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মতো অন্যান্য দেশও ইসরায়েল-হেজবোল্লা উত্তেজনার কারণে লেবাননে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।