Homeখবরবিদেশচিনের সঙ্গে ভারতের সম্পর্ক কী কারণে 'অস্বাভাবিক', খোলসা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

চিনের সঙ্গে ভারতের সম্পর্ক কী কারণে ‘অস্বাভাবিক’, খোলসা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

প্রকাশিত

সমস্ত দেশের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে চায় ভারত। কিন্তু চিনের সঙ্গে ভারতের সম্পর্ক কী কারণে ‘অস্বাভাবিক’? সেটাই খোলসা করে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

ডোমিনিকান প্রজাতন্ত্রে তাঁর প্রথম সরকারি সফরে সান্তো ডোমিঙ্গোতে পৌঁছেছেন এস জয়শঙ্কর। বেজিংয়ের সীমান্ত ব্যবস্থাপনা চুক্তি লঙ্ঘনের কারণেই চিনের সঙ্গে ভারতের সম্পর্ক কী কারণে ‘অস্বাভাবিক’ বলে দাবি করেন ভারতের বিদেশমন্ত্রী।

ডোমিনিকান রিপাবলিকের কূটনৈতিক স্কুলের কূটনৈতিক গোষ্ঠীর সদস্য এবং তরুণদের উদ্দেশে বক্তৃতা করার সময় তিনি শুক্রবার বলেন, এই অঞ্চল জুড়ে চিনের সংযোগ, যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার নাটকীয় প্রসার দেখেছে ভারত। একই সঙ্গে তিনি বলেন, পাকিস্তান অবশ্য আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের পরিপ্রেক্ষিতে এর ব্যতিক্রম।

ভারতের বিদেশমন্ত্রীর কথায়, “মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া বা জাপান- যে কোনো দেশই হোক না কেন, আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে এই সমস্ত সম্পর্ক একতরফা ভাবে যেন না এগোয়। সীমানা বিরোধ এবং বর্তমানে আমাদের সম্পর্কের অস্বাভাবিক প্রকৃতির কারণে চিন কিছুটা আলাদা একটা বিভাগে পড়ে। এটা তাদের সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তি লঙ্ঘনের ফলাফল”।

তিনি বলেন, সমান্তরাল সময়সীমায় চিন ও ভারতের উত্থানও এর প্রতিযোগিতামূলক দিক ছাড়া অন্য কিছু নয়। শেষ কয়েক বছর ধরে সীমান্ত ব্যবস্থাপনা চুক্তি লঙ্ঘন করে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনের বিপুল সংখ্যক সেনা মোতায়েন এবং তার আগ্রাসী আচরণের নিন্দা করে আসছে ভারত। চলতি সপ্তাহের শুরুতে, ভারত দৃঢ় ভাবে চিনকে জানিয়ে দিয়েছে, বেজিংয়ের তরফ থেকে সীমান্ত চুক্তি লঙ্ঘন দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ ভিত্তিকে “ক্ষয়” করেছে। সীমান্ত সম্পর্কিত সমস্ত সমস্যা বর্তমান চুক্তি অনুসারেই সমাধান করতে হবে।

প্রসঙ্গত, ২০২০ সালে পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষ হয়। দীর্ঘ ৪৫ বছর পর দু’দেশের সীমান্ত সংঘর্ষে সেনা মৃত্যু হয়। ভারতীয় তরফে কর্নেল-সহ ২০ জন এবং চিনের তরফে ৪৩ জন হতাহত বলে জানা যায়। ভারতের দাবি ছিল, চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা না-মানার ফলেই লাদাখের পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। চিনের অবশ্য পাল্টা দাবি ছিল, গোটা ঘটনার পিছনে ভারতের প্ররোচনা ছিল।

আরও পড়ুন: শনিবার থেকে শুরু ঝড়-বৃষ্টির দাপট, রাজ্য জুড়ে একটানা দুর্যোগের পূর্বাভাস

সাম্প্রতিকতম

মেডিক্যাল কলেজগুলির বৈঠক পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা

রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল ও ডিরেক্টরদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে...

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরি

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জুট কর্পোরেশন...

১ অক্টোবর থেকে বদলাচ্ছে পিপিএফের নিয়ম

আগামী ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়ম। কেন্দ্রীয়...

আত্মঘাতী মালাইকা অরোরার বাবা, তদন্তে পুলিশ

মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে বুধবার আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল মালাইকা...

আরও পড়ুন

‘পানের স্বাদ উপভোগ করতে চাইলে কাশীতে বিনিয়োগ করুন’, সিঙ্গাপুরে ব্যবসায়ীদের উদ্দেশে মোদীর বিশেষ আহ্বান

সিঙ্গাপুরে ব্যবসা সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী ব্যবসায়ীদের কাশীতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বারানসীর বিখ্যাত পানের কথাও উল্লেখ করেন। এছাড়া সিঙ্গাপুরে 'ইনভেস্ট ইন্ডিয়া' অফিস স্থাপনের ঘোষণা দেন।

১০০-র বেশি মিসাইল ও প্রায় ১০০ ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা রাশিয়ার, দাবি জেলেনস্কির

"রাশিয়া ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় ১০০টি ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে।" সোমবার...

২৪৯২ ক্যারাটের হিরে, কোথায় মিলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই হীরকখণ্ড

ওজন ২৪৯২ ক্যারাট। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরের খোঁজ মিলেছে। এত্ত বড়ো হিরের খোঁজ মিলেছে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?