Homeখবরবিদেশহামাস প্রধান হত্যার পর ইজরায়েলে 'সরাসরি' হামলার নির্দেশ ইরানের খামেনির

হামাস প্রধান হত্যার পর ইজরায়েলে ‘সরাসরি’ হামলার নির্দেশ ইরানের খামেনির

প্রকাশিত

তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ হিসেবে ইজরায়েলের উপর “সরাসরি হামলার” নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিন ইরানি কর্মকর্তার মন্তব্য উধৃত করে এমনটাই জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

হানিয়ার মৃত্যুর খবর ঘোষণার পরপরই ইরান বুধবার সকালে দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছিল। কর্মকর্তাদের মতে, বৈঠকে খামেনি ইজরায়েলে হামলার নির্দেশ দেন। এই ধরনের বৈঠক শুধুমাত্র আপদকালীন পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়। এর আগে এপ্রিলে সিরিয়ায় ইজরায়েলি বিমান হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক কমান্ডার নিহত হওয়ার পর একই ধরনের বৈঠক ডাকা হয়েছিল।

অন্য দিকে, ইজরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, কূটনৈতিক সূত্রের মাধ্যমে ইরানকে বার্তা পাঠানো হয়েছে যে ইরান এবং তার সহযোগীরা যদি ইজরায়েলের বিরুদ্ধে কোনও আক্রমণ চালায় তবে পূর্ণ মাত্রার যুদ্ধে যেতে তারা প্রস্তুত।

উল্লেখ্য, হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইজরায়েলকে দায়ী করেছে ইরান ও হামাস। এখনও পর্যন্ত, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে তেহরানে থাকা হানিয়াকে হত্যার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি ইজরায়েল।

হত্যার উল্লেখ না করেই, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইজরায়েল “যেকোনো দিক থেকে আমাদের বিরুদ্ধে যে কোনও আগ্রাসনের চেষ্টা করা হলে খুব ভারী মূল্য চোকাতে হবে।”

প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরেই হামাসের সঙ্গেই যুদ্ধে লিপ্ত ইজরায়েল। বুধবার হামাস জানায়, ইসমাইল হানিয়া মঙ্গলবার সকালে “তেহরানে নিজের বাসভবনে বিশ্বাসঘাতক ইহুদিবাদী হামলায়” নিহত হয়েছেন। গোষ্ঠীটি আরও জানায়, হামলার বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

আরও পড়ুন: নিজের ডেরায় নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়া! খবরটা কি সত্যি?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।