Homeখবরবিদেশবিয়েবাড়ি নিমেষে মৃত্যুপুরী! অনুষ্ঠানের মাঝে আগুন লেগে ইরাকে মৃত অন্তত ১১৩, আহত...

বিয়েবাড়ি নিমেষে মৃত্যুপুরী! অনুষ্ঠানের মাঝে আগুন লেগে ইরাকে মৃত অন্তত ১১৩, আহত অনেক

প্রকাশিত

খবরঅনলাইন ডেস্ক: ইরাকে বিয়ের আসরে আগুন ছড়িয়ে পড়ে অন্তত ১১৩ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অন্তত ১৫০ জন। ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে।

ইরাকের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ইরাকের নিনেভে প্রদেশের হামদানিয়া এলাকায় একটি বিয়েবাড়িতে আগুন লাগে। রাজধানী বাগদাদ থেকে ৩৩৫ কিলোমিটার দূরে অবস্থিত ওই বিয়েবাড়িতে স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ হঠাৎ আগুন লেগে যায়। উপস্থিত সকলেই আনন্দে মেতে থাকায় প্রথমে আগুন লাগার বিষয়টি খেয়াল করেননি। যতক্ষণে তাদের নজরে আসে, ততক্ষণে গোটা বিয়েবাড়ির চারদিকই আগুনের গ্রাসে চলে গিয়েছে।

ইরাকি নিউজ এজেন্সি নিনার পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, দমকলকর্মীরা আগুন নেভাতে সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা স্থানীয় সাংবাদিকদের একাধিক ছবিতে বিয়ের হলে পুড়ে যাওয়া অনেক মৃতদেহ নজরে পড়ে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিহতের তালিকায় বর-কনে উভয়ে রয়েছেন। ঠিক কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিয়েতে ছোড়া আতশবাজি থেকে আগুন লাগতে পারে। বিয়ের জন্য সাজানো সিল্ক কাপড় এবং অন্যান্য সরঞ্জামের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে কমিউনিটি সেন্টারের একাংশ ধসে পড়ে।

নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আল্লাক হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, ‘অন্তত ১১৩ জন নিশ্চিতভাবে নিহত হয়েছেন।’ ইরাকের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই ঘটনায় আহতের সংখ্যাও দেড় শতাধিক। স্থানীয় সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, বিয়ের আসরে আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী ৩৪ বছরের ইমাদ ইয়োহানা বলেন, “আগুন ছড়িয়ে পড়তে দেখেই আমরা সবাই বের হয়ে আসার চেষ্টা করি। অনেকে তাতে সফল হলেও অনেকে বের হতে পারেননি। এমনকি অনেকে বের হওয়ার পথে আগুনের কারণে বিয়ের জন্য তৈরি করা কাঠামো ভেঙে পড়লে তার নীচে চাপা পড়েন।”

আরও পড়়ুন: আংশিক মেঘলা আকাশ, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

সাম্প্রতিকতম

দুর্গোৎসব ২০২৪: ‘মুক্তধারা’ রূপকের মাধ্যমে নদীবাঁধের সংকটের কথা তুলে ধরা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘে   

শারদোৎসবের জন্য সেজে উঠেছে বাংলা। দেশকালের গণ্ডি পেরিয়ে বাঙালি আজ গ্লোবাল সিটিজেন। থিমের অভিনবত্বই...

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি...

দুর্গোৎসব ২০২৪: ‘নির্বাক’ থেকে ঢাকুরিয়া সার্বজনীনে একাকিত্বের গল্প শোনাতে প্রস্তুত শিল্পী সৌভিক কালী

২০২৩ সাল এক কালান্তক বছর শিল্পী সৌভিক কালীর কাছে। গত বছরের মাঝামাঝি সময় তিনি...

দুর্গোৎসব ২০২৪: পরমা প্রকৃতির শূন্য কলসিতে ‘বারিবিন্দু’ অর্পণের দায়িত্ব নিয়েছে সল্টলেক একে ব্লক

পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, শুরু হয়ে গেছে দেবীপক্ষ। দুর্গাপুজোর মতো রাজসূয় যজ্ঞের আয়োজন...

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরান-ইজরায়েলের চলমান সংঘাত ভারতের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে ইরান এবং ইজরায়েলের চলমান সংঘাতের কারণে। এই সংঘাতের ফলে...

লেবাননে হিজবুল্লার সাথে সংঘর্ষে ৮ ইজরায়েলি সেনার মৃত্যু, রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা করল ইজরায়েল

লেবাননে হিজবুল্লার সাথে সংঘর্ষে বুধবার ৮ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। ইসরায়েল জানিয়েছে, সংঘর্ষ শুরু হওয়ার পর এটি তাদের প্রথম বড় ক্ষয়ক্ষতি। এদিকে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবকে ‘পারসনা নন গ্রাটা’ আখ্যা দিয়ে ইসরায়েলে তার প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

যুদ্ধবিরতির ডাক উড়িয়ে এবার লেবাননে সরাসরি স্থল অভিযান শুরু করল ইজরায়েল

খবর অনলাইনডেস্ক: বিভিন্ন দেশ, বিভিন্ন মহল থেকে বারবার যুদ্ধবিরতির ডাক দেওয়া হলেও সেসব উড়িয়ে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?