Homeখবরবিদেশগাজায় সমুদ্রের জল দিয়ে সুড়ঙ্গ ভরছে ইজরায়েলি সেনা, বিপদ বাড়ছে হামাসের

গাজায় সমুদ্রের জল দিয়ে সুড়ঙ্গ ভরছে ইজরায়েলি সেনা, বিপদ বাড়ছে হামাসের

প্রকাশিত

ইজরায়েল-হামাস যুদ্ধের দুই মাস অতিক্রান্ত। এরই মধ্যে বেশ কয়েকদিন ধরেই গাজায় হামাসের সুড়ঙ্গ ধ্বংস করতে ব্যস্ত ইজরায়েলি সেনাবাহিনী। এই লক্ষ্যে এক অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে তারা। মার্কিন সূত্র উদ্ধৃত করে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল এবং এবিসি নিউজ জানিয়েছে, গাজায় হামাসের বেশ কিছু সুড়ঙ্গে সমুদ্রের জল ভরে দিচ্ছে ইজরায়েলি সেনাবাহিনী।

তবে, এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইজরায়েলি সেনাবাহিনী। সংবাদ সংস্থা রয়টার্স একটি রিপোর্টে জানিয়েছে, ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রকের একজন মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

জো বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, এ ধরনের সুড়ঙ্গে জল ভরে দিলে সেটা ধ্বংস হয়ে যাবে। ভবিষ্যতে আর ব্যবহার করা যাবে না ওই সুড়ঙ্গটি। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, কয়েকজন মার্কিন আধিকারিক বলেছেন যে এর কারণে গাজার বিশুদ্ধ জল দূষিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

টানেলগুলো সমুদ্রের জল দিয়ে পুরোপুরি ভরাট করতে অনেক সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। প্যালেস্তেনীয় সশস্ত্র সংগঠন হামাস দাবি করেছে, তারা ৪০ কিলোমিটার দীর্ঘ এবং ১০ কিলোমিটার গাজা উপত্যকায় ৫০০ কিলোমিটার দীর্ঘ টানেলের একটি নেটওয়ার্ক তৈরি করেছে। এ সব সুড়ঙ্গ থেকে বের হওয়ার জন্য স্কুল ও মসজিদে প্রবেশপথ তৈরি করা হয়েছে।

ইজরায়েলি কর্তৃপক্ষের মতে, হামাসের আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক জঙ্গি গোষ্ঠীর যুদ্ধক্ষেত্রের কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা দাবি করে যে এই টানেল সিস্টেম হামাসকে কৌশলগত ভাবে তাদের যোদ্ধাদের যুদ্ধক্ষেত্রে স্থানান্তর করতে, তাদের রকেট এবং গোলাবারুদ সঞ্চয় করতে এবং গোষ্ঠীর নেতাদের বাহিনীকে নির্দেশনা ও তদারকি করার জন্য একটি নিরাপদ অবস্থান জুগিয়ে থাকে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরে ভারত: রিঙ্কু-সূর্যের দুর্দান্ত ব্যাটিং কাজে এল না, দ্বিতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতল ৫ উইকেটে  

সাম্প্রতিকতম

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে...

রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ডাক্তারদের ধর্নাস্থলে ঘোষণা

আরজি কর-কাণ্ডের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

অডিয়ো কাণ্ড: গ্রেফতারের পর বাম যুবনেতা কলতানের দাবি, ষড়যন্ত্র, পুলিশ বলল, ক্লিপ ভুয়ো নয়

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার পরিকল্পনা সংক্রান্ত অডিয়ো প্রকাশ্যে আসার পর গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। বিধাননগর পুলিশ জানিয়েছে, অডিয়োতে শোনা কণ্ঠস্বরের সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

‘বড় দিদি হয়ে এসেছি’, আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা স্বাস্থ্য ভবনে এসে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে বক্তব্য রাখেন। তিনি প্রতিশ্রুতি দেন, আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়া হবে এবং ডাক্তারদের সঙ্গে সহানুভূতির সঙ্গে কাজ করা হবে।

আরও পড়ুন

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

মুখোমুখি বিতর্কসভায় ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিলেন কমলা হ্যারিস, বলছে জনমত সমীক্ষা

খবর অনলাইন ডেস্ক: বিতর্কসভায় মাত করলেন কমলা হ্যারিস। আমেরিকান ভোটাররা অন্তত এ ব্যাপারে মোটামুটি...

‘পানের স্বাদ উপভোগ করতে চাইলে কাশীতে বিনিয়োগ করুন’, সিঙ্গাপুরে ব্যবসায়ীদের উদ্দেশে মোদীর বিশেষ আহ্বান

সিঙ্গাপুরে ব্যবসা সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী ব্যবসায়ীদের কাশীতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বারানসীর বিখ্যাত পানের কথাও উল্লেখ করেন। এছাড়া সিঙ্গাপুরে 'ইনভেস্ট ইন্ডিয়া' অফিস স্থাপনের ঘোষণা দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?