Homeখবরবিদেশঅল্প সময়ের জন্য যুদ্ধ থামাতে প্রস্তুত ইজরায়েল, কারণ জানালেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু

অল্প সময়ের জন্য যুদ্ধ থামাতে প্রস্তুত ইজরায়েল, কারণ জানালেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু

প্রকাশিত

প্রায় মাসখানেক ধরে চলছে ইজরায়েল-হামাস যুদ্ধ। ইজরায়েলি সেনাবাহিনীর পাল্টা আক্রমণে বিধ্বস্ত প্যালেস্তেনীয় সশস্ত্র সংগঠন হামাস। এ দিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ত্রাণ সরাবরাহ অথবা আটকে পড়া লোকদের সরিয়ে নেওয়ার সুবিধার্থে যুদ্ধে সংক্ষিপ্ত বিরতিতে আপত্তি নেই। তবে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও আবারও যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে ইজরায়েল।

ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইতিমধ্যে একটি জঙ্গি ঘাঁটি দখল করেছে এবং ছিটমহলের উত্তরে ঘনবসতিপূর্ণ গাজা শহর ঘেরাও করার পর ভূগর্ভস্থ টানেলের মধ্যে লুকিয়ে থাকা সশস্ত্র বাহিনীকে আক্রমণ করার জন্যও প্রস্তুত ছিল। এক মাস আগে দক্ষিণ ইজরায়েলে হামাসের হামলার পর থেকে ইজরাইল ওই এলাকায় বোমাবর্ষণ করেছে। সেই সময় হামাস যোদ্ধারা ১,৪০০ জনকে হত্যা এবং ২৪০ জনকে পণবন্দি করেছিল।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, “আমরা ইতিমধ্যে অল্প সময়ের জন্য আক্রমণ থামিয়ে দিয়েছি। আমরা পরিস্থিতির তদন্ত করব এবং পণবন্দিদের জন্য মানবিক সাহায্য, আন্দোলনেরও সুবিধা দেব। তবে আমি মনে করি না যে কোনো সাধারণ যুদ্ধবিরতি হবে। “

নেতানিয়াহু আরও বলেছেন, সংঘাত শেষ হলে তিনি গাজার নিরাপত্তার দায়িত্ব নেবেন। তিনি বলেন, “অনির্দিষ্টকালের জন্য ইজরায়েলের গাজায় সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব থাকবে, কারণ আমরা দেখেছি যখন আমাদের নিরাপত্তা সরিয়ে নেওয়া হয় তখন কী হয়”।

গত ৭ অক্টোবর প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালায় এবং বহু ইজ়রায়েলি নাগরিককে পণবন্দি করে নিয়ে যায়। এর পরেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নেতানিয়াহু। এখন ত্রাণসামগ্রী পাঠানো, পণবন্দিদের উদ্ধার করে দেশে ফেরানোর জন্য কোথাও এক ঘণ্টা, কোথাও দু’ঘণ্টার সাময়িক বিরতিতে আপত্তি ইজরায়েলের। কিন্তু সাধারণ ভাবে যুদ্ধবিরতি এখনই হচ্ছে না।

এরই মধ্যে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি সোমবার ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ইজরায়েল-হামাস চলমান সংঘাতের মধ্যে তিনি গাজায় ইজরায়েলি কার্যকলাপ বন্ধ করতে “নিজের সমস্ত ক্ষমতা” ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন ভারতকে।

আরও পড়ুন: জ্যোতিপ্রিয় মল্লিকের ইডি হেফাজতের মেয়াদ বাড়ল, শুনে কী বললেন মন্ত্রী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনা, আতঙ্কে কেমব্রিজবাসী

ম্যাসাচুসেটস (মার্কিন যুক্তরাষ্ট্র): ম্যাসাচুসেটস রাজ্যের কেমব্রিজ শহরে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় শুক্রবার গুলি চলার...