কলকাতা: রেশন দুর্নীতিতে গ্রেফতার জ্য়োতিপ্ৰিয় মল্লিকের ইডি হেফাজত বাড়ানোর নির্দেশ আদালতে। আরও সাতদিন মেয়াদ বাড়িয়েছে ব্যাঙ্কশাল আদালত। আপাতত ১৩ নভেম্বর পর্যন্ত তাঁকে ইডি হেফাজতেই থাকতে হবে।
সোমবার জ্য়োতিপ্রিয়কে ব্যাঙ্কশাল আদালতে হাজির করায় ইডি। আদালতে শুনানি চলাকালীন তাঁকে আরও সাত দিন ইডি হেফাজতে পাওয়ার আর্জি জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। আদালতে ইডির যুক্তি, বালু তিন দিন হাসপাতালে ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। আর সেই কারণেই তাঁকে আরও সাত দিন নিজেদের হেফাজতে চেয়ে আর্জি জানায় ইডি। সেই সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে রেশন দুর্নীতি মামলার তদন্তে উঠে আসা একের পর এক তথ্যও আদালতের সামনে তুলে ধরা হয়।
বালুর আইনজীবীও তাঁর মক্কেলের জামিনের আবেদন করেননি সোমবার। তবে মন্ত্রীর কৌঁসুলি জানান, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মন্ত্রীর জন্য কম্যান্ড হাসপাতালে কোনও মেডিক্যাল বোর্ড গঠন করা হয়নি। এ নিয়ে যখন কথা হচ্ছিল, শুধু সেই সময়েই মন্ত্রীকে আমতা আমতা করে বলতে শোনা যায়, ‘না, হয়নি…’।
শুনানি-পর্ব শেষে জ্যোতিপ্রিয়কে আরও সাত দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত। ১৩ নভেম্বর ফের আদালতে পেশ করা হবে জ্যোতিপ্রিয়কে। আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় বালু হাত নেড়ে বলেন, ‘‘সাত দিন পর আবার আসছি। সাত দিন, সাত দিন…।’’
উল্লেখ্য, রেশন বণ্টন দুর্নীতি মামলায় আইনজীবী বদল করেছে ইডি। সোমবার ইডির হয়ে আদালতে সওয়াল করেন নতুন আইনজীবী। গত শুনানিতে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে মামলায় ইডির আইনজীবী ছিলেন ফিরোজ এডুলজি। এখন দাঁড়িয়েছেন আইনজীবী ধীরাজ ত্রিবেদী। তিনি কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী পরিবর্তনের মধ্যেও কোনও ‘রহস্য’ আছে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
আরও পড়ুন: উমা ভারতী হেরেছিলেন, মধ্যপ্রদেশের সেই বিধানসভায় বিজেপি ছেড়ে কংগ্রেস যোগ দেওয়ার হিড়িক